নয়াদিল্লি, 26 ডিসেম্বর : বছরের শেষ মন কি বাত নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ (PM Narendra Modi adresses 84 th Mann Ki Baat on 26 December 2021) ৷ 2021-কে বিদায় জানিয়ে 2022-কে স্বাগত জানাতে হবে, মনের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নতুন বছরে প্রত্যেক মানুষ, প্রতিটি সংস্থা যেন আরও ভাল কিছু করার সংকল্প নেয়৷ আসছে বছরে আরও ভাল হয়ে উঠতে হবে ৷
বিগত 7 বছর ধরে 'মন কি বাত'-এ বিভিন্ন ব্যক্তি, সমাজ, দেশের ভাল ভাল কাজের কথা তুলে ধরা হয়েছে ৷ এতে সকলে উৎসাহিত হয়েছে, বললেন প্রধানমন্ত্রী ৷ এখানে তিনি পরিষ্কার করে জানালেন, তাঁর কাছে মন কি বাত সরকারের কাজ তুলে ধরার জায়গা নয়৷ যেটা সহজেই হয়ে থাকে৷ বরং, এটা সমাজের একেবারে মাটির কাছাকাছি থাকা মানুষ, যাঁরা পরিবর্তন করছেন, তাঁদের বিষয়ে কথা বলার ৷ বহু লোক দুর্দান্ত সব কাজকর্ম করে যাচ্ছেন, অথচ তাঁরা সংবাদমাধ্যম, সংবাদপত্রের শিরোনামের থেকে অনেক দূরে ৷ দশকের পর দশক দেখে প্রধামন্ত্রীর এই অভিজ্ঞতা হয়েছে ৷ দেশের ভবিষ্যৎ তৈরির জন্য তাঁরা বর্তমান সময়কে কাজে লাগাচ্ছেন ৷ আগামী প্রজন্মের জন্য তাঁরা তাঁদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে চলেছেন ৷
আরও পড়ুন : Covid vaccine for 15 to 18 Years : 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকা: প্রধানমন্ত্রী
গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং হাসপাতালে ভর্তি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী তাঁর লেখা চিঠি দেখেন, যা তাঁর হৃদয় ছুঁয়ে গিয়েছিল ৷ 'মনের কথায়' নরেন্দ্র মোদি বলেন, "এ বছর অগস্টেই তিনি 'শৌর্য চক্র' পেয়েছেন ৷ তিনি তাঁর স্কুলের অধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলেন ৷ সেই চিঠিটা পড়ে প্রথমেই আমার মনে হল, তিনি সাফল্যের শিখরে উঠেও নিজের শিকড়কে ভুলে যাননি ৷"