পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi : এবার গোটা বিশ্ব ভারতকে করোনা সুরক্ষিত ভাববে : নরেন্দ্র মোদি - 100 কোটি ভ্যাকসিন ডোজ

গতকাল সকালে 100 কোটি কোভিড-19 ভ্যাকসিনেশনের ডোজ অতিক্রম করেছে ৷ আজ এর জন্য দেশবাসীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ৷ 'মেড ইন ইন্ডিয়ার' শক্তি অনেক বেশি ৷ দুনিয়া এবার ভারতের ক্ষমতা বুঝতে পেরেছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Oct 22, 2021, 10:29 AM IST

Updated : Oct 22, 2021, 12:55 PM IST

নয়া দিল্লি, 22 অক্টোবর : 100 কোটি কোভিড-19 ভ্যাকসিন সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে ৷ এবার বিশ্ব ভারতকে করোনা থেকে সুরক্ষিত ভাববে ৷ এই 100 কোটি ভ্যাকসিনের ডোজ বিনামূল্যে দেওয়া হয়েছে ৷ 21 অক্টোবর দেশ 1 বিলিয়ন কোভিড-19 ভ্যাকসিনের লক্ষ্যপূরণ করেছে ৷ এর কৃতিত্ব প্রত্যেক ভারতীয়ের, জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ মনে করিয়ে দিলেন এই বিপুল সংখ্যক ভ্যাকসিন বিনামূল্যে (Sabko Vaccine, Muft Vaccine) দেওয়া হয়েছে ৷

  • তিনি জানান এই লক্ষ্যপূরণ 'সব কা সাথ, সব কা বিকাশ, সব কা প্রয়াস'-এর জীবন্ত উদাহরণ ৷ করোনার শুরুতে আশঙ্কা করা হয়েছিল ভারতের মতো দেশে এই মহামারির মোকাবিলা খুব মুশকিলের ৷ এত বড়, বিপুল জনসংখ্যাপূর্ণ দেশে মানুষ সংযম পালন করে, শাসন মেনে কী ভাবে থাকবে ৷ কিন্তু 130 কোটি ভারতীয়ের 'দায়িত্বজ্ঞান' তা প্রমাণ করা দিয়েছে ৷
  • মুক্ত ভ্যাকসিনের অভিযান শুরু হয়েছে ৷ অসুখে যেমন মানুষ ভেদ থাকে না, তেমনি ভ্যাকসিনের ক্ষেত্রেও কোনও ভেদাভেদ থাকবে না ৷ যে যত বড় পদে থাকুক, ধনী হোন, তাঁকে সাধারণ নাগরিকের মতো ভ্যাকসিন দেওয়া হবে ৷
  • এত বড় দেশে ভ্যাকসিন দেওয়া একটা চ্যালেঞ্জ ছিল ৷ কিন্তু বিশ্বকে নিরুত্তর করেছে ভারতবাসী ৷ সব কা প্রয়াস-এর পরিণাম অদ্ভুত হয় ৷

আরও পড়ুন : 1 Billion Vaccine : 100 কোটি ডোজের উদযাপনে তেরঙা আলোয় উদ্ভাসিত মেটকাফ হল ও কারেন্সি বিল্ডিং

  • করোনার শুরুতে মানুষ থালা বাসন বাজিয়েছে একসঙ্গে ৷ এ নিয়ে সমালোচনা হয়েছিল, বলা হয়েছিল এতে কি অসুখ পালিয়ে যাবে ৷ কিন্তু আমরা এতেই একতা দেখেছি ৷ সেই শক্তিতেই এত কম সময়ের মধ্যে 100 কোটিতে পৌঁছেছে কোভিড-19 ভ্যাকসিন ৷
  • পুরো ভ্যাকসিনেশন প্রকল্পটাই বিজ্ঞান নির্ভর, 'Science bound, Science driven, Science based' ৷ এত বড় দেশে কোন রাজ্যেকে কবে কত ভ্যাকসিন পাঠানো হবে সে হিসেবনিকেশও বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি ৷ কো-উইন (CoWIN) এখন বিশ্বে আকর্ষণের কেন্দ্রে ৷ আজ চারদিকে বিশ্বাস, উৎসাহ, উদ্দীপনা আছে ৷
  • সমাজ থেকে অর্থনীতি চারদিকে শুধুই 'অপটিমিজম' নজরে আসছে ৷ বিশেষজ্ঞ আর দেশ বিদেশের অনেক সংস্থা ভারতের অর্থনীতি নিয়ে সদর্থক কথা বলেছে ৷
  • এত দিন পর্যন্ত শুধু 'মেড ইন এই দেশ, মেড ইন ওই দেশ' শুনতে হত ৷ আজ সব দেশবাসী অনুভব করছে 'মেড ইন ইন্ডিয়া'র শক্তি অনেক বেশি ৷ ভারতে তৈরি জিনিস কেনা উচিত, 'ভোকাল ফর লোকাল' ৷
  • স্বচ্ছ ভারত অভিযান একটি জন আন্দোলন ৷ সবার চেষ্টায় এটাও একদিন সফল হবে ৷

আরও পড়ুন : Howrah Bridge : দেশে 100 কোটি টিকাকরণ, আলোর মালায় সাজল হাওড়া ব্রিজ

  • এই দীপাবলিতে 100 কোটি ভ্যাকসিনের জন্য আলাদা একটা আনন্দ রয়েছে ৷ এই সময়, উৎসবের সময় বিক্রি অনেক বেড়ে যায়৷ যা ছোট ব্যবসায়ীদের আশার আলো দেখায় ৷
  • অমৃত মহোৎসবের সংকল্প ৷ আমাদের সফলতা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে ৷ দেশ বড় লক্ষ্যের পরিকল্পনা এবং তা পূরণ করতে জানে ৷ এর জন্য আমাদের সাবধান থাকতে হবে ৷ কবচ যতই ভালো হোক, আধুনিক হোক, কবচে সুরক্ষার গ্যারান্টি থাকলেও, যতক্ষণ যুদ্ধ হচ্ছে, হাতিয়ার আলগা করলে চলবে না ৷ আমাদের সতর্ক থাকতে হবে ৷

আসন্ন দীপাবলিতে তাই মাস্ক আর স্যানিটাইজার পরার উপদেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Last Updated : Oct 22, 2021, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details