নয়াদিল্লি, 6 অগস্ট: দেশজুড়ে 508টি স্টেশনের সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপনের সূচনা করলেন প্রধানমন্ত্রী ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ দেশের বিভিন্ন প্রান্তে শীর্ষ প্রশাসনিক ও সাংবিধানিক আধিকারিকরা ৷ প্রধানমন্ত্রী জানান, অমৃত স্টেশন স্কিমের আওতায় এই স্টেশনগুলিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে ৷
তিনি আরও জানান, রেলকে ভারতের 'লাইফ লাইন' বলা হয় ৷ এর সঙ্গে সংশ্লিষ্ট শহরের পরিচয়ও জুড়ে রয়েছে ৷ এই স্টেশনগুলি এখন শহরের 'হার্ট অফ দ্য সিটি'তে পরিণত হয়েছে ৷ তাই স্টেশনগুলিকে বিশ্বমানের করা হবে ৷ সেখানে ফ্রিতে ওয়াইফাই ব্যবস্থা থাকবে ৷ এর ফলে পড়ুয়াদের সুবিধে হবে ৷
উত্তর-পূর্বে রেলওয়ের বিস্তারেও গুরুত্ব দেওয়া হয়েছে ৷ সেখানে রেললাইন বিস্তারের কাজ দ্রুতগতিতে চলছে ৷ খুব শীঘ্রই উত্তর-পূর্বের রাজধানীগুলিকে রেলের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে ৷ এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, নাগাল্যান্ডে 100 বছর বাদে দ্বিতীয় রেল স্টেশন তৈরি হয়েছে ৷ এই অঞ্চলে নতুন রেললাইনের কমিশন আগের থেকে 3 গুণ বেড়েছে ৷
আরও পড়ুন: 'দুর্নীতি-পরিবারবাদ ইন্ডিয়া ছাড়ো', ঘুরপথে বিরোধীদের তোপ মোদির
গত 9 বছরে ব্যবসা-বাণিজ্যের জন্য 2 হাজার 200 কিলোমিটার ট্রেড করিডোর তৈরি হয়েছে ৷ মালগাড়ির যাতায়াতের সময় কমেছে ৷ বর্তমানে 40 শতাংশ সময় কম লাগছে ৷ যাতায়াতের সময় কমে যাওয়ার অর্থ, মালগাড়ির গতিবেগ বেড়েছে ৷ এতে ব্যবসায়ী, কৃষকদের লাভ হচ্ছে ৷ ফল, সবজিও দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আরও দ্রুত পৌঁছে যাচ্ছে ৷