আহমেদাবাদ, 30 ডিসেম্বর: সহজ-সরল-সাদামাটা জীবন যাপন ৷ আর তার সঙ্গে ধর্মচর্চা ৷ এটাই ছিলেন হীরাবেন মোদি (Heeraben Modi)৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা (Prime Minister Narendra Modi mother Heeraben Modi)৷ তাঁর 100 বছরের জীবনে তাঁকে কখনও কোনও ওষুধ খেতে হয়নি বলে জানিয়েছেন তাঁর ছোট ছেলে ৷ মঙ্গলবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন ৷ শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৷ স্বাভাবিকভাবেই শোকে মুহ্যমান নমো ৷
জন্ম 1922 সালের 18 জুন ৷ আর জীবনাবসান 2022 সালের 30 ডিসেম্বর ৷ 100 বছর বয়সে আহমেদাবাদের একটি হাসপাতালে প্রয়াত হলেন হীরাবেন মোদি (Heeraben Modi lived simple life)৷ তিনি তাঁর পাঁচ ছেলে ও এক মেয়েকে রেখে গিয়েছেন । প্রধানমন্ত্রী মোদি তাঁর চতুর্থ পুত্র । হীরাবেন মোদি তাঁর ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে থাকতেন গান্ধিনগরের কাছে তাঁদের পৈতৃক গ্রামে ৷ খুব সাধারণ জীবনযাপন করতেন হীরাবা ৷ খুব ভোরে ঘুম থেকে উঠতেন । প্রতিদিন সকালে স্নান করার পরে পুজো করা - এটাই ছিল নিত্যদিনের রুটিন ৷ সময়ে খাবার খাওয়া, নিয়ম মেনে জীবন যাপন, এটাই ছিল তাঁর জীবনের মূল মন্ত্র ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোট ভাই পঙ্কজ মোদি তাঁর মায়ের কথা স্মরণ করে বলেছেন, "আমার মা একজন অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন । তিনি খুব ভোর ঘুম থেকে উঠতেন ৷ পুজো করার পরে জপমালা নিয়ে মন্ত্র জপ করা ছিল তাঁর দৈনন্দিন রুটিনের একটা অংশ । এ ছাড়া তিনি শিশুদের এবং অন্যদের পৌরাণিক গল্প বলতে ভালোবাসতেন ।"