পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi to Visit Egypt: প্রধানমন্ত্রীর মিশর সফর দু'দেশের মধ্যে বিভিন্ন চুক্তি কার্যকরে গতি আনবে, জানালেন ভারতীয় রাষ্ট্রদূত

মোদির মিশর সফরে দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা হবে ৷ আজ সন্ধ্যায় সেই সফরে কায়রো পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানকার ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূতের বিবৃতি অনুযায়ী, দুই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক এই সফরে আরও মজবুত হবে ৷

PM Modi Egypt Visits ETV BHARAT
PM Modi Egypt Visits

By

Published : Jun 24, 2023, 4:43 PM IST

Updated : Jun 24, 2023, 6:37 PM IST

কায়রো, 24 জুন:শনিবার দু’দিনের মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে দু'দেশের মধ্য়ে চলতি বছরই গড়ে ওঠা বহুমুখী চুক্তি আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে ৷ প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফরে নিয়ে এমনটাই উল্লেখ করেছেন মিশরে ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত অজিত গুপ্তা ৷ উল্লেখ্য, আফ্রিকার এই দেশে প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ এল-সিসির আমন্ত্রণে প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন ৷ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কায়রোতে পৌঁছবেন ৷

1997 সালের পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশরে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য যাচ্ছেন ৷ 24 ও 25 জুন দু’দিনের সফর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ রবিবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে ৷ সেখানে দুই দেশের মধ্যে হওয়া চুক্তিকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল নিয়ে আলোচনা হবে ৷ উল্লেখ্য়, প্রধানমন্ত্রী তাঁর এই সরকারি বিদেশ সফরে যাওয়ার আগে একটি বিবৃতি প্রকাশ করেছিলেন ৷ সেখানে তিনি বলেছিলেন, ‘‘প্রথমবার বন্ধুদেশগুলিতে ‘স্টেট ভিজিট’ করতে যাচ্ছি ৷ এই সফর নিয়ে আমি খুবই উৎসাহী ৷’’ এই সফরের শুরুটা তিনি করেছিলেন 4 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফর দিয়ে ৷ যা শেষ হয়েছে গতকাল ৷

আরও পড়ুন:শীঘ্রই গুজরাতে খুলতে চলেছে গুগল সেন্টার, মোদির সঙ্গে বৈঠকের পর ঘোষণা পিচাইয়ের

এ বছর সাধারণতন্ত্র দিবসে মিশরের প্রেসিডেন্ট ফতাহ এল-সিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷ সেই কথা উল্লেখ করে মোদি তাঁর বক্তব্যে জানিয়েছিলেন, ‘‘আমরা সাধারণতন্ত্র দিবসে প্রেসিডেন্ট সিসি-কে প্রধান অতিথি হিসেবে পেয়ে গর্বিত হয়েছিলাম ৷ আর তার কয়েকমাসের মধ্যে আমার এই সফর দুই দেশের মধ্যে হওয়া চুক্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আর ত্বরান্বিত করবে ৷ যে চুক্তি আমরা প্রেসিডেন্ট সিসি-র ভারত সফরের সময় সই করেছিলাম ৷’’

আরও পড়ুন:আমেরিকায় বসেই এইচ ওয়ান বি ভিসার পুনর্নবীকরণ করা যাবে, বড় ঘোষণা মোদির

সেই চুক্তি নিয়ে মিশরের ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত অজিত গুপ্তা জানিয়েছেন, ভারত এবং মিশরের মধ্যে প্রতিরক্ষা বিষয়ে চুক্তি হয়েছে ৷ সেই চুক্তি অনুযায়ী, দীর্ঘ কয়েকবছর ভারতীয় এবং মিশরের সেনা যৌথভাবে অনুশীলন ও ট্রেনিং প্রোগ্রাম-সহ একাধিক ক্ষেত্রে অংশ নেবে ৷ তবে, গত 2 বছরে ভারত ও মিশরের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হয়েছে ৷ গত 2 বছরে ভারতের 30 সদস্যের ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিদল মিশরে গিয়েছিল ৷ আর সেখানকার 7 সদস্যের প্রতিরক্ষা প্রতিনিধিদল ভারতে এসেছিল ৷ এবার প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের প্রতিরক্ষার বিষয়টি আরও মজবুত হবে বলে মনে করছে কূটনৈতিক মহল ৷

Last Updated : Jun 24, 2023, 6:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details