পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তেলেঙ্গানার এমএলসি ভোটার তালিকায় মিলল প্রধানমন্ত্রীর ছবি - তেলেঙ্গানার এমএলসি ভোটার তালিকায় মিলল প্রধানমন্ত্রীর ছবি

তেলেঙ্গানার এমএলসি ভোটার তালিকায় পাওয়া গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ৷ স্থানীয় নেতারা বিষয়টি প্রশাসনের নজরে আনে ৷

তেলেঙ্গানার এমএলসি ভোটার তালিকায় মিলল প্রধানমন্ত্রীর ছবি
তেলেঙ্গানার এমএলসি ভোটার তালিকায় মিলল প্রধানমন্ত্রীর ছবি

By

Published : Mar 15, 2021, 4:51 PM IST

হায়দরাবাদ, 15 মার্চ : নাম দয়াকর রেড্ডি ৷ কিন্তু তিনি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতোই দেখতে ! ভোটার তালিকা দেখে তো সংশয় জাগে ৷ কারণ, তার নামের পাশে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, তা হুবহু প্রধানমন্ত্রীর মতো দেখতে ৷ স্বাভাবিক ভাবেই ভোটার তালিকা দেখে বিস্মিত হয়েছিলেন তেলেঙ্গানার ভিকরাবাড়ের জেলাশাসক ৷ তিনি দেখেন ভিকরাবাড় অঞ্চলের 307 নম্বর পোলিং বুথের ভোটার তালিকার 269 নম্বরে মোদির ছবি রয়েছে ৷ ভোটার হিসেবে রয়েছে দয়াকর রেড্ডির নাম ৷

ছবিটি কি মোদির ! নাকি মোদির মতো দেখতে দয়াকর রেড্ডিকে ! এই প্রশ্নের উত্তর ভোটের দিন পাওয়া যায়নি ৷ কারণ, পুলুসুমামিডি কলেজ থেকে স্নাতক হওয়া দয়াকর তো ভোটই দিতে আসেননি ৷ কারণ, তাঁর ধারণা ছিল যে ছবি কেলেঙ্কারির জেরে তাঁকে হয়তো ভোট দিতে দেওয়া হবে না ৷ তবে স্থানীয় নেতাদের মাধ্যমে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে ৷

তবে প্রশাসনের দাবি, অন্য তথ্য ঠিকঠাক থাকলে তাঁকে ভোট দিতে দেওয়া হত ৷ যদিও এই ধরনের ঘটনা এই প্রথম নয় ৷ আগেও ঘটেছে বলে প্রশাসনের সূত্র থেকে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, 2019 সালে যখন তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হয়, তখন ভোটার তালিকায় একাধিক সেলিব্রিটির ছবি পাওয়া গিয়েছিল ৷ তেলেঙ্গানা বিধান পরিষদের নির্বাচন ছিল আজকে ৷ নির্বাচনে লড়াই করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত পি ভি নরসিমা রাও-এর কন্যা এস বাণী দেবী ৷ এছাড়া আরও 163 জন এই নির্বাচনে লড়াই করছেন ৷ এই নির্বাচন ঘিরে টিআরএস, বিজেপি ও কংগ্রেস ব্যাপক প্রচারও করে ৷

আরও পড়ুন :নন-ভেজ পিত্জা পেয়ে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি নিরামিশাষী মহিলার

অনেক প্রার্থী লড়াইয়ে নেমে পড়ায় বড় আকারের ব্যালট পেপার ও ব্যালট বক্স ব্যবহার করা হচ্ছে ৷ 1530টি পোলিং স্টেশন রয়েছে ৷ ভোট দেবেন 10 লক্ষ স্নাতক ৷ 17 মার্চ ভোট গণনা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details