তিরুঅনন্তপুরম, 23 এপ্রিল: কেরল সফরের আগে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছিল রাজ্য বিজেপির সদর দফতরে ৷ এরপরেই প্রশ্ন উঠছিল, তবে কি নরেন্দ্র মোদির সফর বাতিল হবে ? তবে শেষমেষ সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কেরল সফর বাতিল হচ্ছে না ৷ নির্ধারিত সূচিতেই তা হবে ৷
বিজেপি নেতা এবং জাতীয় কার্যনির্বাহী সদস্য পিকে কৃষ্ণদাস শনিবার বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেরল সফরে আসাটা রাজ্যের কিছু ধর্মীয় গোষ্ঠী এবং সন্ত্রাসী সংগঠন মেনে নিতে পারছে না । তাই প্রধানমন্ত্রীর সফরের আগে হুমকি চিঠি দিয়েছে ৷ তা বেশ গুরুতর উদ্বেগের কারণ হয়ে উঠেছে ৷ তবে এর জন্য তাঁর সফর বাতিল করা হবে না ৷" এই বিজেপি নেতা নিরাপত্তা লঙ্ঘন এবং আসন্ন সফরে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি চিঠির পরিপ্রেক্ষিতে কেরল সরকারের উপর তীব্র আক্রমণ শানিয়েছেন । তিনি বলেন, "কেরল সরকারের উচিত ভুল হয়েছে মেনে নিয়ে তাদের পক্ষ থেকে এই বিষয়ে তদন্ত করা ।"
কৃষ্ণদাস জানান, নরেন্দ্র মোদির কেরল সফর রাজ্যে কিছু রাজনৈতিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে ৷ তাঁর জনসভা এবং বক্তব্য স্থানীয় যুবকদের মধ্যে বড় প্রভাব ফেলতে পারে বলেও তিনি জানান । কারণ এলডিএফ (বাম ডেমোক্রেটিক ফ্রন্ট) এবং কংগ্রেস উভয়ই তরুণদের একত্রিত করার জন্য একই ধরনের অনুষ্ঠান পরিচালনা করার চেষ্টা করছে ৷ যার অর্থ বিজেপি এবং এনডিএ এখানে প্রভাব তৈরি করছে বলে কৃষ্ণদাস জানান ।
প্রসঙ্গত, দু'দিনের কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে প্রধানমন্ত্রী প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি আসে কেরল বিজেপি রাজ্য কমিটির অফিসে ৷ এরপরেই কেরল পুলিশ প্রধানমন্ত্রী মোদির সফরকে ঘিরে একটি নতুন নিরাপত্তা কৌশল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে । তাঁর আসন্ন সফরে প্রধানমন্ত্রী সে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন ৷ এছাড়াও তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন:কেরল সফরে মোদিকে হত্যার হুমকি, বিজেপি কার্যালয়ে এল চিঠি