নয়াদিল্লি, 13 অক্টোবর: ভারতের সংসদীয় প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের সংসদের নিয়মকানুন মিশে রয়েছে ৷ শুক্রবার জি-20 শীর্ষ সম্মেলনে দিল্লিতে বিভিন্ন দেশের সংসদের অধ্যক্ষদের সম্মেলন হচ্ছে ৷ সেখানে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি আরও জানান, ভারতের সংসদীয় কাজকর্মের পদ্ধতিগুলির বিবর্তন হয়েছে ৷ সময়ের সঙ্গে সঙ্গে তা আরও শক্তিশালী হয়েছে ৷
তিনি বলেন, "এই সম্মেলন মহাকুম্ভের মতো ৷ আমরা এমন একটা দেশের প্রতিনিধিত্ব করছি, যে দেশ মাদার অফ ডেমোক্রেসি ৷ এবং পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র ৷" এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, "সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বের একটাই স্বর থাকবে ৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়া উচিত ৷"
গত শনিবার, 7 অক্টোবর ভোরে ইজরায়েলের উপর অতর্কিতে আক্রমণ হানে হামাস ৷ এরপরেই যুদ্ধ ঘোষণা করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ ইজরায়েল ও প্যালেস্তাইনের দ্বন্দ্ব বহু পুরনো ৷ ফের এই সংঘর্ষে ইজরায়েল ও প্যালেস্তাইন মিলিয়ে এখনও পর্যন্ত 2 হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে ৷ আহত বহু ৷