ভুবনেশ্বর, 28 মে : অতিমারি পরিস্থিতিতে আর কেন্দ্রের বোঝা বাড়াতে চান না ৷ সেই কারণেই তিনি যশ বিধ্বস্ত ওডিশার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কোনও সাহায্য চাননি তিনি ৷ টুইট করে এ কথা জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷ তবে বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের থেকে দীর্ঘমেয়াদি সহযোগিতা চেয়েছেন তিনি ৷
আজ যশ বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখতে ওডিশা সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে বিজু পট্টনায়েক বিমানবন্দরে স্বাগত জানান ওডিশার রাজ্যপাল গণেশি লাল, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রতাপ সারঙ্গি ৷ এরপর ভুবনেশ্বরে ওডিশার মুখ্যমন্ত্রী ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকও করেন তিনি ৷ যশে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হয় ৷ যত দ্রুততার সঙ্গে সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মানুষদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সচেষ্ট হওয়ার জন্য পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৈঠক করার পাশাপাশি এ দিন আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরেও দেখেন তিনি ৷
তবে পরে টুইট করে নবীন জানান, "দেশে এখন কোভিড অতিমারির সংক্রমণ শীর্ষে রয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের উপর বোঝা চাপাতে চাই না বলেই আমরা এখনই কোনও সাহায্য চাইনি ৷ আমরা নিজেদের উপাদান দিয়েই এই সংকট মোকাবিলা করব ৷"