নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর:নামিবিয়া থেকেদেশে চিতা (Namibian Cheetah) এসে গিয়েছে ৷ এ বার সেই চিতাকে নিয়ে প্রতোযোগিতার আয়োজন ৷ একটা নয়, তিন-তিনটে প্রতিযোগিতা (Contests related to Cheetah)৷ যেখানে অংশ নেওয়ার জন্য দেশবাসীর কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷
প্রধানমন্ত্রী টুইটে (PM Modi Tweet) লিখেছেন, "আমরা যখন চিতা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তখনই মাইগভ-এ তিনটি দুর্দান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সবার কাছে আর্জি জানাচ্ছি ৷"
যে পোস্টারটি কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়েছে সেখানে প্রতিযোগিতার বিষয়গুলি লেখা রয়েছে ৷ প্রথম প্রতিযোগিতায় চিতা রিইনট্রোডাকশন প্রজেক্টের নাম দেওয়ার জন্য আবেদন করা হয়েছে ৷ দ্বিতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চিতাগুলির নাম দিতে বলা হয়েছে ৷ আর তৃতীয় প্রতিযোগিতায় পশুদের সঙ্গে ভালো আচরণ করার প্রয়োজনীয়তার কথা লিখতে হবে ৷