পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NaMo App 8 Years of Seva : নমো অ্যাপে মোদি সরকারের কীর্তি নিয়ে কুইজ, শব্দ সন্ধান - PM Modi urges all to see NaMo App showcase 8 Years of Seva

2014-2022 পর্যন্ত সময়ে কী করেছেন নরেন্দ্র মোদির বিজেপি সরকার ? সাধারণ মানুষ কী ভাবে জানবে কেন্দ্রীয় সরকারের সেবামূলক কাজের কথা ? তার জন্য নমো অ্যাপে রয়েছে কিছু মজার খেলা, জানালেন নরেন্দ্র মোদি (NaMo App 8 Years of Seva) ৷

Narendra Modi 8 years in Centre
নরেন্দ্র মোদির 8 বছর

By

Published : May 31, 2022, 12:12 PM IST

নয়াদিল্লি, 30 মে : আট বছরে নরেন্দ্র মোদি দেশের কল্যাণে কী করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানতে পারবে জনসাধারণ ৷ সোমবার প্রধানমন্ত্রী মোদি জানান, নমো অ্যাপ-এ (NaMo App) এমন একটি বিভাগ রয়েছে, যা কেউ মিস করতে পারবেন না ৷ সেই বিভাগটিতে '8 বছরের সেবা' জানার অভিনব কিছু উপায় আছে (PM Modi urges all to see NaMo App showcase 8 Years of Seva) ৷

2014-য় বিজেপি সরকার ক্ষমতা আসে ৷ 2022-এর মধ্যে দু'টি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি ৷ এর মধ্যে তিনি দেশের জন্য কী কী করেছেন, তা জানতে হলে নমো অ্যাপে কুইজ, শব্দ সন্ধান এবং ছবিটা কীসের, এধরনের আকর্ষণীয় কয়েকটি ভাগ রয়েছে ৷ একটি টুইট করে মোদি লেখেন, "নমো অ্যাপে একটা দারুণ বিভাগ রয়েছে ৷ এখানে 8 বছরের সেবার সম্বন্ধে জানা যাবে ৷ কুইজ, শব্দ সন্ধান, ছবি চেনা এবং আরও অনেক অভিনব উপায়ের মাধ্যমে ৷ আমি আপনাদের সকলকে অনুরোধ করব, বিশেষত আমার তরুণ বন্ধুদের৷ আপনারা একবার দেখুন ৷"

আরও পড়ুন : PM CARES : অতিমারিতে বাবা-মাকে হারানো শিশুদের প্রতি মাসে 4 হাজার টাকা দেবে সরকার, ঘোষণা মোদির

সোমবার প্রধানমন্ত্রী ভিডিয়ো কনফারেন্সে দেশের বাচ্চাদের জন্য পিএম কেয়ারস-এ (PM CARES for Children) বেশ কিছু প্রকল্পের সূচনা করেন ৷ এই অনুষ্ঠানে তিনি কোভিড-19-এ বাবা-মা হারানো সন্তানদের সমস্যার কথা তুলে ধরেন৷ মোদি বলেন, "প্রতিদিন সংগ্রামের, প্রতিটা দিন চ্যালেঞ্জের ৷ যেসব বাচ্চাদের আজ এই অনুষ্ঠানের আয়োজন, তাদের যন্ত্রণা কোনও শব্দ দিয়ে বোঝানো যাবে না ৷"

আজ শিমলায় 'গরিব কল্যাণ সম্মেলন'-এ অংশ নেবেন নরেন্দ্র মোদি৷ তাঁর কথায় এটি এমন একটি উদ্যোগ, "মানুষ ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ গভীর হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details