পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

82 Mann Ki Baat : মন কি বাতের দিন বদল করে টুইট প্রধানমন্ত্রীর - 82তম মন কি বাত

মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকাল 11টায় দেশবাসীর কাছে নিজের মনের কথা তুলে ধরেন ৷ প্রতিবারই নিত্যনতুন চিন্তাভাবনার কথা শোনান তিনি ৷ এবারে সে সময়ের বদল হল ৷ টুইটে আগেভাগে জানিয়ে দিলেন তিনি ৷

মন কি বাত
মন কি বাত

By

Published : Oct 17, 2021, 11:35 AM IST

নয়া দিল্লি, 17 অক্টোবর : প্রতি মাসের শেষ রোববার মানে 'মন কি বাত'-এর (Mann Ki Baat) রবিবার ৷ এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক সকাল 11টায় হাজির হন তাঁর মনের কথা নিয়ে ৷ কিন্তু এ মাসে ব্যতিক্রম হচ্ছে ৷

অক্টোবরে রীতি মেনে শেষ রোববার 31 অক্টোবর এই অনুষ্ঠান হওয়ার কথা ৷ কিন্তু গতকাল প্রধানমন্ত্রী মোদি নিজে একটি টুইটে জানিয়েছেন এ মাসে 'মন কি বাত' হবে 24 অক্টোবর ৷ তিনি টুইটে লেখেন, "এই মাসে 24 অক্টোবর মন কি বাত অনুষ্ঠান হবে ৷ আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ৷ এই পর্বের জন্য আপনারা নিজেদের চিন্তাভাবনা আমাকে জানান NaMo App, @mygovindia অথবা আপনার বার্তা রেকর্ড করতে ফোন করুন 1800-11-7800 নম্বরে ৷"

আরও পড়ুন : 81st Mann ki Baat : দেশে ফিরছেন মোদি, মনের কথা শোনাবেন যথাসময়েই

দেশবাসীর মনের কথা জানার জন্য মোদি mygov.in-এর পেজের একটি লিঙ্কও পোস্ট করেছেন টুইটে ৷ সেখানে 'সেবা সমর্পণ' (Seva Samarpan) নামক কর্মসূচির উপর একটি কুইজে অংশগ্রহণের কথা জানানো হয়েছে ৷ আর 'মন কি বাত' অনুষ্ঠানে নিজের ভাবনা প্রধানমন্ত্রীকে জানানোর শেষ তারিখ 22 অক্টোবর, রাত 11.45 পর্যন্ত ৷

24 অক্টোবর 'মন কি বাত'-এর 82 তম পর্ব হবে ৷ এর আগে 26 সেপ্টেম্বর এই অনুষ্ঠান প্রচারিত হয় ৷ সে দিন আমেরিকা থেকে ফিরছিলেন তিনি ৷ অল ইন্ডিয়া রেডিয়ো (All India Radio), ডিডি (DD) এবং নরেন্দ্র মোদি মোবাইল অ্যাপে (Narendra Modi Mobile App) শোনা যাবে এই অনুষ্ঠান ৷ আকাশবাণী (Akashwani) প্রথমে হিন্দিতে 'মন কি বাত' সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান, পরে আঞ্চলিক ভাষায় শোনানো হয় ৷

ABOUT THE AUTHOR

...view details