পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi to speak with Zelenskyy : আজ ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলবেন মোদি - UNHRC

আজ ইউক্রেনের (Russia Ukraine war) প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির (PM Narendra Modi to speak to Ukrainian President Zelenskyy on the phone today) সঙ্গে ফোনে কথা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi to speak to Ukrainian President)৷

PM Modi to speak to Ukrainian President Zelenskyy on the phone today, says GoI sources
আজ ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলবেন মোদি

By

Published : Mar 7, 2022, 10:15 AM IST

নয়াদিল্লি, 7 মার্চ: ইউক্রেনের (Russia Ukraine war) পরিস্থিতি নিয়ে আজ ফোনে সে দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to speak to Ukrainian President)৷ কেন্দ্র সরকার সূত্রে এ কথা জানা গিয়েছে ৷ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের সুরক্ষিত ভাবে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন মোদি ৷ অপরদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করবেন মোদিকে ৷

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর গত 4 মার্চ রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে (UNHRC) রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবের পক্ষে গিয়েছিল দুই-তৃতীয়াংশ দেশ ৷ তবে ভোটদানে বিরত থাকায় আন্তর্জাতিক মহলে কড়া সমালোচনার মুখে পড়তে হয় দিল্লিকে (PM Narendra Modi to speak to Ukrainian President Zelenskyy on the phone today)৷ পড়তে হয় পশ্চিম দেশগুলির প্রশ্নের মুখে ৷ উদ্ভুত পরিস্থিতে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন মোদি ৷ যদিও তাঁদের কথোপকথন এই প্রথম নয় ৷ 26 ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার আনা প্রস্তাবে ভোটদান থেকে ভারত বিরত থাকার পর জেলেনস্কির সঙ্গে ফোনে কথা হয়েছিল প্রধানমন্ত্রীর ৷

আরও পড়ুন:Indian Students in Ukraine : সুমিতে আটকে 700-র বেশি ভারতীয় পড়ুয়া, উদ্ধারের জন্য রওনা দিল বাস

রবিবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করার একটা চেষ্টা চালান ইজরায়েলের প্রধানমন্ত্রী নাথালি বেনেট ৷ তুরস্কের এরদোগান ও ফ্রান্সের ম্যাক্রঁ-সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই নিয়ে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৷ তাঁর কাছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার আর্জি জানিয়েছেন তাঁরা ৷ যদিও তাতে লাভ কিছুই হয়নি ৷

ইউক্রেনের দুই শহরে খুবই সীমিত সময়ের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া ৷ তারা এত দ্রুত যুদ্ধবিরতি প্রত্যাহার করে যে, ইউক্রেন তাদের নাগরিকদের নিরাপদে সুরক্ষিত স্থানে পাঠাতেই পারেনি ৷ ইউক্রেনের উত্তর-পূর্বে অবস্থিত সুমি শহরে এখনও আটকে 700-র বেশি ভারতীয় ৷ তাঁদের ফিরিয়ে আনার জন্য যুদ্ধকালীন তৎপরতা দেখিয়েছে কিভের ভারতীয় দূতাবাস ৷ জেলেনস্কির সঙ্গে আলোচনায় এই বিষয়টিতেই মোদি বিশেষ জোর দেবেন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন :Russia-Ukraine Conflict : রাশিয়ার মিসাইল হানায় ধ্বংস ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দর, সাহায্য চাইলেন জেলেনস্কি

ABOUT THE AUTHOR

...view details