নয়াদিল্লি, 7 মার্চ: ইউক্রেনের (Russia Ukraine war) পরিস্থিতি নিয়ে আজ ফোনে সে দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to speak to Ukrainian President)৷ কেন্দ্র সরকার সূত্রে এ কথা জানা গিয়েছে ৷ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের সুরক্ষিত ভাবে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন মোদি ৷ অপরদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করবেন মোদিকে ৷
রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর গত 4 মার্চ রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে (UNHRC) রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবের পক্ষে গিয়েছিল দুই-তৃতীয়াংশ দেশ ৷ তবে ভোটদানে বিরত থাকায় আন্তর্জাতিক মহলে কড়া সমালোচনার মুখে পড়তে হয় দিল্লিকে (PM Narendra Modi to speak to Ukrainian President Zelenskyy on the phone today)৷ পড়তে হয় পশ্চিম দেশগুলির প্রশ্নের মুখে ৷ উদ্ভুত পরিস্থিতে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন মোদি ৷ যদিও তাঁদের কথোপকথন এই প্রথম নয় ৷ 26 ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার আনা প্রস্তাবে ভোটদান থেকে ভারত বিরত থাকার পর জেলেনস্কির সঙ্গে ফোনে কথা হয়েছিল প্রধানমন্ত্রীর ৷
আরও পড়ুন:Indian Students in Ukraine : সুমিতে আটকে 700-র বেশি ভারতীয় পড়ুয়া, উদ্ধারের জন্য রওনা দিল বাস