নয়াদিল্লি, 16 ডিসেম্বর: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ (Russia Ukraine war) নিয়ে "আগামী দিনের একমাত্র উপায়" আলোচনা এবং কূটনীতি (Modi Talks to Putin)৷ শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে টেলিফোনে কথা বলে ফের এ কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ প্রধানমন্ত্রীর দফতর একটি বিবৃতিতে জানিয়েছে, "ইউক্রেনে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আলোচনা ও কূটনীতিকে এগিয়ে যাওয়ার একমাত্র পথ বলে মন্তব্য করে ফের তার জন্য আহ্বান জানিয়েছেন ।" টেলিফোনে কথোপকথনের সময়, প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেছেন ৷ যার মধ্যে রয়েছে শক্তি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে সমরকন্দে 16 সেপ্টেম্বর মুখোমুখি বৈঠক হয়েছিল এই দুই নেতার ৷ তারপর শুক্রবার ফের তাঁদের কথা হল টেলিফোনে ৷ প্রধানমন্ত্রী মোদি পুতিনকে ভারতের চলমান G20 প্রেসিডেন্সি সম্পর্কে জানিয়েছেন এবং এর মূল অগ্রাধিকারগুলি তুলে ধরেছেন । মোদি বলেছেন যে, এসসিও-য় ভারতের সভাপতিত্বের সময় উভয় দেশকে নিয়ে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ ছিলেন তিনি ৷ পিএমওর বিবৃতিতে এ কথা জানানো হয়েছে । দুই নেতা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন ।