পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi CMs interaction : ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী - COVID surge in India

দেশের করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi to conduct review meeting with Chief Ministers) ৷ 9 জানুয়ারি স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একদফা বৈঠক করেছেন তিনি ৷ আজ মুখ্যমন্ত্রীদের থেকে সরাসরি হালহকিকত জানবেন মোদি ৷

PM Modi meets CMs
মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী

By

Published : Jan 13, 2022, 10:30 AM IST

নয়াদিল্লি, 13 জানুয়ারি : দেশে এখন করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ৷ এবার ভ্যারিয়্যান্ট ওমিক্রন ৷ দৈনিক সংক্রমণের সংখ্যা দ্রুতগতিতে বেড়ে চলেছে ৷ আজ বিকেল সাড়ে চারটেয় সব রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to review Covid situation with Chief Ministers) ৷ বুধবার নীতি আয়োগের সদস্য ডা. ভিকে পাল দেশবাসীকে ওমিক্রন সংক্রমণ নিয়ে সতর্ক করেছেন ৷ জানিয়েছেন, একে সাধারণ ঠান্ডা লাগার মতো হালকা ভাবে নেওয়া উচিত নয় ৷

একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা খুব বেশি ৷ এটা ডেল্টা ভ্যারিয়্যান্টকে সরিয়ে জায়গা করে নিচ্ছে ৷ কিন্তু তা সাধারণ ঠান্ডা লাগা নয় ৷" স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল রাজ্যভিত্তিক সক্রিয় রোগী বা অ্যাকটিভ কেসের একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, "মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশের করোনা সংক্রমণ দুশ্চিন্তার ৷"

আরও পড়ুন : Corona Update in India : সংক্রমণ বাড়ল 27 শতাংশ, একদিনে দেশে আক্রান্ত প্রায় আড়াই লক্ষ !

দেশের কোভিড পরিস্থিতি (COVID surge in India) সম্পর্কে তথ্য নিতে গত 9 জানুয়ারি পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি ৷ উচ্চপর্যায়ের ওই বৈঠকে দেশের করোনা পরিস্থিতি ছাড়াও স্বাস্থ্য পরিকাঠামো, দেশে টিকাকরণে অগ্রগতি, ওমিক্রন ভ্যারিয়্যান্ট সম্পর্কে আলোচনা হয়েছে ৷ স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে ওই বৈঠকে জেলাস্তরের স্বাস্থ্য পরিকাঠামোয় জোর দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী ৷ প্রতিটি রাজ্যের করোনা সংক্রমণের অবস্থা বুঝতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডাকার কথা বলেছিলেন তিনি ৷ বৃহস্পতিবার বিকেলে হতে চলেছে সেই বৈঠক (PM Meeting with CMs) ৷

আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 47 হাজার 417 জন (247417 fresh COVID cases in India) ৷ যা গতকালের তুলনায় 27 শতাংশ বেশি ৷ এর আগের দিন এই সংখ্যাটা ছিল 1 লক্ষ 94 হাজার 720 ৷ এ পর্যন্ত দেশে করোনা সংক্রামিত হলেন 3 কোটি 63 লক্ষ 17 হাজার 927 জন ৷ 11 শতাংশ থেকে বেড়ে আজ পজিটিভিটি রেট হয়েছে 13.11 শতাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details