পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Quad Virtual Meet : ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, আজ কোয়াড গোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী - বাড়ছে রাশিয়া ইউক্রেন সংকট

রাশিয়ার ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে ৷ এর মাঝে আজ ভার্চুয়াল বৈঠকে বসছেন চার দেশের রাষ্ট্রনেতা (Quad Virtual Meet) ৷

Quad Meet amidst Russia Ukraine Conflict
রাশিয়া ইউক্রেন সংঘাতের মধ্যে কোয়াড বৈঠক

By

Published : Mar 3, 2022, 1:01 PM IST

নয়াদিল্লি, 3 মার্চ : রাশিয়া-ইউক্রেন সংকটের মাঝেই হচ্ছে কোয়াড গোষ্ঠীর বৈঠক ৷ এ কথা জানিয়ে টুইট করেছে ভারতের বিদেশ মন্ত্রক ৷ বৃহস্পতিবারই ভার্চুয়াল বৈঠক হবে চারটি দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে ৷ উপস্থিত থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন-সহ অস্ট্রেলিয়া, জাপানের প্রধানমন্ত্রী ৷ এতে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to participate in Quad Virtual Meet on 3 March) ৷

রাশিয়ার ইউক্রেন আক্রমণের চেহারা প্রতিদিনই বদলাচ্ছে ৷ তার মধ্যে এই চারটি দেশের বৈঠক তাৎপর্যপূর্ণ ৷ গতকালই জো বাইডেন রাশিয়াকে রীতিমতো হুমকি দিয়েছে ৷ অস্ট্রেলিয়া ও জাপানও রাশিয়ার এই আগ্রাসনের প্রতিবাদে নানাবিধ নিষেধাজ্ঞা জারি করেছে ৷ শুধু 'বন্ধু' দেশ ভারত রাশিয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ৷

আরও পড়ুন : Quad Summit : আমেরিকার আমন্ত্রণে কোয়াড বৈঠকে সশরীরে মোদি-বাইডেন-মরিসন-সুগা

বিদেশ মন্ত্রকের করা টুইটারে বলা হয়েছে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 3 মার্চ কোয়াড গোষ্ঠীর সদস্য আমেরিকার প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-র সঙ্গে বৈঠক করবেন ৷" জানানো হয়েছে, এই বৈঠকে তাঁরা নিজেদের মধ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক ভাবনাচিন্তা আদানপ্রদান করবেন ৷

ওয়াশিংটন ডিসি-তে গত বছর সেপ্টেম্বরে এই গোষ্ঠীর বৈঠক হয় ৷ কোয়াড-এর সাম্প্রতিক এবং সদর্থক বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলি কোন দেশ কীভাবে কার্যকর করছে, তাও খতিয়ে দেখা হবে এই বৈঠকে, জানিয়েছে বিদেশ মন্ত্রক ৷

ABOUT THE AUTHOR

...view details