নয়াদিল্লি, 19 এপ্রিল : ভারতের পরম্পরাগত চিকিৎসা, ওষুধকে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বে কাছে পৌঁছনোর ঐতিহাসিক পদক্ষেপ করছে মোদি সরকার ৷ আজ হু গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন বা জিসিটিএম-এর (WHO Global Centre for Traditional Medicine (GCTM)) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার তিনদিনের জন্য গুজরাত সফরে গিয়েছেন তিনি ৷ অন্যদিকে গান্ধিনগরে 20-22 এপ্রিল হবে 'গ্লোবাল আয়ুষ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন সামিট' বা জিএআইআইএস (Global Ayush Investment and Innovation Summit, GAIIS) ৷
সোমবার আয়ুষ মন্ত্রক এবং গুজরাত সরকার যৌথভাবে একটি সাংবাদিক সম্মেলন করে এই দু'টি অনুষ্ঠানের কথা জানিয়েছে ৷ আজ, 19 এপ্রিল জামনগরে জিসিটিএম-এর উদ্বোধন হওয়ার কথা রয়েছে ৷ দু'টি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও থাকবেন মরিশাসের প্রধানমন্ত্রী, হু-র ডিরেক্টর-জেনারেল ডাঃ টেড্রস গ্যাব্রিয়েসস (Director-General of WHO, Dr Tedros Ghebreyesus) ৷ দুই অতিথি ইতিমধ্যে গুজরাতে এসে পৌঁছেছেন বলে টুইট করে জানিয়েছে আয়ুষ মন্ত্রক ৷