পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi : চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার হাসপাতালের ক্যাম্পাসের উদ্বোধনে কাল ভার্চুয়ালি শহরে মোদি - চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটউটের দ্বিতীয় ক্যাম্পাস

আগামিকাল চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi to inaugurate second campus of CNCI) ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Jan 6, 2022, 1:21 PM IST

Updated : Jan 6, 2022, 1:54 PM IST

কলকাতা, 6 জানুয়ারি : কলকাতায় ক্যানসার হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামিকাল ভার্চুয়ালি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটউট-এর দ্বিতীয় ক্যামপসের ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি (PM Narendra Modi to inaugurate second campus of CNCI) ৷

আজ প্রধানমন্ত্রীর অফিসের (Prime Minister's Office) তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং বিস্তারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে এনসিআই-এর দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি হয়েছে ৷ "সিএনসিআই-তে প্রচুর ক্যানসার রোগীর ভিড় হচ্ছে ৷ এতে চাপের সম্মুখীন হচ্ছে ক্যানসার হাসপাতালটি৷ তাই একে বাড়ানোর কথা ভাবা হয় ৷ দ্বিতীয় ক্যাম্পাসের মাধ্যমে এই প্রয়োজন পূর্ণ হবে", জানিয়েছে প্রধানমন্ত্রীর অফিস ৷

আরও পড়ুন : Narendra Modi's Security Lapse : নিরাপত্তা ইস্যুতে কর্মসূচি বাতিল করে ভাটিন্ডায় ফিরল মোদির কনভয়

শুক্রবার, 7 জানুয়ারি উদ্বোধনের অপেক্ষায় থাকা এই প্রজেক্ট তৈরিতে খরচ হয়েছে 530 কোটি টাকা ৷ এর মধ্যে 400 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং বাকিটা পশ্চিমবঙ্গ সরকার ৷ অর্থাৎ দ্বিতীয় ক্যাম্পাস তৈরির খরচ কেন্দ্র ও রাজ্য সরকার 75:25 অনুপাতে বহন করেছে ৷

শুধুমাত্র ক্যানসার চিকিৎসার জন্য নির্মিত এই ইউনিটে 460টি বেড থাকবে ৷ যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় (Diagnosis), পরবর্তী ধাপ (staging), চিকিৎসা (treatment) এবং যত্ন (Care) পাবেন রোগীরা ৷ এই ক্যাম্পাসে নিউক্লিয়ার মেডিসিন (Nuclear Medicine, PET), 3.0 টেসলা এমআরআই (3.0 Tesla MRI), 128 স্লাইস সিটি স্ক্যানার, রেডিয়োনিউক্লিড থেরাপি ইউনিট (Radiocuclide therapy unit), এনডোস্কোপি সুট (Endoscopy Suit) এরকম আরও অনেক কিছুর সুবিধে রয়েছে ৷

আরও পড়ুন : Narendra Modi praises Yogi Adityanath : গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগী বন্দনায় মোদি

বিবৃতিতে আরও বলা হয়েছে, "ক্যাম্পাসটিতে আধুনিক ক্যানসার গবষেণার সুযোগ রয়েছে এবং ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য সবরকম চিকিৎসা হবে এখানে ৷ বিশেষত দেশের পূর্ব এবং উত্তর-পূর্ব থেকে আসা রোগীদের জন্য ৷"

Last Updated : Jan 6, 2022, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details