নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর:বিদায় রাজপথ ৷ 2023 সালে প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে কর্তব্য পথে ৷ বুধবার নয়াদিল্লি পৌরনিগম (New Delhi Municipal Council, NDMC) ঐতিহাসিক এই প্রস্তাবনা পাশ করেছে ৷ সম্প্রতি সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট (Rashtrapati Bhavan to India Gate) পর্যন্ত এই রাস্তার ৷ রাজপথের নাম এখন 'কর্তব্য পথ' ৷ আজ বৃহস্পতিবার, সন্ধে 7টা নাগাদ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to inaugurate the newly-named Kartavya Path) ৷ পিএমও-র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানা হয়েছে, 'অমৃতকালে নতুন ভারতের জন্য এই পদক্ষেপগুলি প্রধানমন্ত্রীর পাঁচ নতুন শপথের অঙ্গ (Panch Pran for New India in Amrit Kaal) ৷ ঔপনিবেশিক মানসিকতার সব চিহ্ন সরিয়ে দেওয়া হবে ৷'
এবছর স্বাধীনতা দিবসে (15 August PM Modi Red Fort Address) লালকেল্লায় বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী ঔপনিবেশিক মানসিকতা মুছে ফেলার কথা জানিয়েছিলেন ৷ রাজপথের নাম বদলের পাশাপাশি 8 সেপ্টেম্বর, বৃহস্পতিবার 'দ্য গ্র্যান্ড ক্যানোপি'র তলায় বসবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি ৷ যার উচ্চতা 28 ফুট ৷ যেখানে পঞ্চম জর্জের মূর্তি ছিল ৷
ব্রিটিশ শাসনাধীন ভারতে 3 কিলোমিটার লম্বা এই রাস্তাটি তৈরি হয়েছিল প্রশাসনিক কারণে ৷ একশো বছরে দু'বার এর পরিবর্তন হল ৷ ফিরে দেখা যাক এর ইতিহাস ৷ 1911 সালে ভারত নামক সাম্রাজ্যের সম্রাট পঞ্চম জর্জ দিল্লি এসেছিলেন ৷ সে সময় ঔপনিবেশিক দেশের রাজধানী ছিল 'ক্যালকাটা' (then Calcutta), এখন কলকাতা ৷ সম্রাট রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন ৷
আরও পড়ুন:নয়া সংসদ ভবন নির্মাণের খরচ বাড়ল আরও 200 কোটি টাকা !
1920 সালে তৈরি হয় রাজপথ ৷ পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত ৷ রয়েছে ভাইসরয়ের বাড়ি 'ভাইসরেগাল প্যালেস' (Viceregal Palace) ৷ আর এখানে থেকে পুরো শহরটাকে প্যানোরামিক ভিউতে দেখা যায় ৷ এর নামকরণ হয়েছিল পঞ্চম জর্জের নামে ৷ অনেকটা লন্ডনে কিংসওয়ের (the Kingsway in London) মতো ৷ 1905 সালে পঞ্চম জর্জের বাবা সপ্তম এডওয়ার্ডের সম্মানে তৈরি ৷ দেশ ছেড়ে ব্রিটিশরা চলে গেল ৷ তখন হিন্দিতে এর নাম হল 'রাজপথ' ৷
নতুন কর্তব্য পথ (Revamped Kartavya Path)