নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: বৃহস্পতিবার নয়াদিল্লিতে কর্তব্য পথের উদ্বোধন (Kartavya Path Inauguration) করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিরও উন্মোচন করবেন তিনি ৷ সন্ধে 7টা নাগাদ এই কর্মসূচি রয়েছে ৷
প্রধানমন্ত্রীর দফতরের পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, পূর্ববর্তী রাজপথকে কর্তব্য পথে পরিণত করা হল জনগণের মালিকানা এবং ক্ষমতায়নের একটি প্রতীক ৷ বিবৃতিতে প্রধানমন্ত্রীর দফতর বলেছে, "ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তিরও উন্মোচন করবেন ৷ এই উদ্যোগ অমৃত কালে নয়া ভারতের পঞ্চ প্রাণ : ঔপনিবেশিক মানসিকতার চিহ্নের অপসারণের দ্বিতীয় পদক্ষেপ ৷"
বিগত কয়েক বছর ধরে রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউয়ের পার্শ্ববর্তী এলাকায় দর্শনার্থীদের ভিড়ের চাপ নির্মাণকাজের উপর চাপ সৃষ্টি করে আসছে ৷ পিএমও বলেছে, এখানে গণশৌচালয়, পানীয় জল, রাস্তার আসবাব ও পর্যাপ্ত পার্কিং প্লেসের মতো বেসিক জিনিসগুলিই নেই ৷ পিএমও লিখেছে, "জনগণের গতিবিধির উপর ন্যূনতম প্রভাব ফেলে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও অন্যান্য জাতীয় ক্ষেত্রের অনুষ্ঠান আয়োজনেরও প্রয়োজন অনুভূত হয়েছিল ৷ এই বিষয়গুলির কথা মাথায় রেখে এর স্থাপত্য চরিত্রকে এক রেখে এর পুনর্নির্মাণ প্রয়োজন ছিল ৷"