পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kartavya Path Inauguration: বৃহস্পতিবার মোদির হাতে কর্তব্য পথের উদ্বোধন, উন্মোচিত হবে নেতাজির মূর্তি - কর্তব্য পথ

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হাত ধরে উদ্বোধন হতে চলেছে কর্তব্য পথের (Kartavya Path Inauguration)৷ একইসঙ্গে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করবেন ৷

PM Modi to inaugurate 'Kartavya Path', unveil statue of Netaji at India Gate tomorrow
বৃহস্পতিবার মোদির হাতে কর্তব্য পথের উদ্বোধন, উন্মোচিত হবে নেতাজির মূর্তি

By

Published : Sep 7, 2022, 5:25 PM IST

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: বৃহস্পতিবার নয়াদিল্লিতে কর্তব্য পথের উদ্বোধন (Kartavya Path Inauguration) করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিরও উন্মোচন করবেন তিনি ৷ সন্ধে 7টা নাগাদ এই কর্মসূচি রয়েছে ৷

প্রধানমন্ত্রীর দফতরের পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, পূর্ববর্তী রাজপথকে কর্তব্য পথে পরিণত করা হল জনগণের মালিকানা এবং ক্ষমতায়নের একটি প্রতীক ৷ বিবৃতিতে প্রধানমন্ত্রীর দফতর বলেছে, "ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তিরও উন্মোচন করবেন ৷ এই উদ্যোগ অমৃত কালে নয়া ভারতের পঞ্চ প্রাণ : ঔপনিবেশিক মানসিকতার চিহ্নের অপসারণের দ্বিতীয় পদক্ষেপ ৷"

বিগত কয়েক বছর ধরে রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউয়ের পার্শ্ববর্তী এলাকায় দর্শনার্থীদের ভিড়ের চাপ নির্মাণকাজের উপর চাপ সৃষ্টি করে আসছে ৷ পিএমও বলেছে, এখানে গণশৌচালয়, পানীয় জল, রাস্তার আসবাব ও পর্যাপ্ত পার্কিং প্লেসের মতো বেসিক জিনিসগুলিই নেই ৷ পিএমও লিখেছে, "জনগণের গতিবিধির উপর ন্যূনতম প্রভাব ফেলে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও অন্যান্য জাতীয় ক্ষেত্রের অনুষ্ঠান আয়োজনেরও প্রয়োজন অনুভূত হয়েছিল ৷ এই বিষয়গুলির কথা মাথায় রেখে এর স্থাপত্য চরিত্রকে এক রেখে এর পুনর্নির্মাণ প্রয়োজন ছিল ৷"

আরও পড়ুন:দিল্লির ঐতিহাসিক রাজপথের নতুন নাম কর্তব্যপথ !

বুধবার নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (New Delhi Municipal Council) বা এনডিএমসি (NDMC)-র বৈঠকে দিল্লির রাজপথের (Rajpath) নাম বদলের প্রস্তাব পাশ করা হয় ৷ এ দিন ওই কাউন্সিলের বিশেষ বৈঠক ছিল ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তথা এনডিএমসি-র সদস্য মীনাক্ষী লেখি ৷ তিনিই এই প্রস্তাব পাশের কথা জানান ৷ ইন্ডিয়া গেট থেকে নেতাজি মূর্তি (Netaji statue) হয়ে রাষ্ট্রপতি ভবন (Rashtrapati Bhavan) পর্যন্ত পুরো রাস্তাটা কর্তব্যপথ হিসেবে বদলে দেওয়া হবে ৷

আর পরাক্রম দিবসে (23 জানুয়ারি) যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তির উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানেই নেতাজির মূর্তির উন্মোচন হবে বৃহস্পতিবার ৷

ABOUT THE AUTHOR

...view details