নয়াদিল্লি, 27 এপ্রিল :বিগত দু'সপ্তাহে দেশে করোনার বাড়বাড়ন্ত চিন্তায় ফেলেছে চিকিৎসক, বিশেষজ্ঞ থেকে শুরু করে রাষ্ট্রনেতাদের ৷ তার জেরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ করোনা নিয়ে বৈঠক করবেন (PM Modi to have COVID review meeting with the chief ministers today) ৷
বেলা 12টার সময় প্রধানমন্ত্রীর অফিস থেকে এই ভার্চুয়াল বৈঠক শুরু হবে ৷ প্রধানমন্ত্রী ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও আরও অনেকে ৷
এর আগেও করোনার বাড়বৃদ্ধির সময় তৃণমূলস্তরের পরিস্থিতি জানতে মুখ্যমন্ত্রীদের পাশাপাশি জেলাশাসকদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক প্রদত্ত বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় 2 হাজার 483 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15 হাজার 636 জনে ৷ একদিনে 30 থেকে মৃতের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে দাঁড়িয়েছে 1 হাজার 399-এ ৷ আজকের বৈঠকে কী আলোচনা হয় সেটাই এখন দেখার ৷
আরও পড়ুন :Covaxin for 6-12 : 6 থেকে 12 বয়সিদের কোভ্যাকসিন ও 5-12 বয়সিদের কর্বেভ্যাক্সকে ছাড়পত্র ডিসিজিআইয়ের