নয়াদিল্লি, 18 নভেম্বর: ভারত চলতি বছর 22 নভেম্বর জি-20 নেতাদের নিয়ে ভার্চুয়ালি একটি শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে ৷ এই বিষয়টি গত 10 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত জি-20 শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশন চলাকালীন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন । সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, জলবায়ু পরিবর্তন, স্থায়ী উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা-সহ বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য এই শীর্ষ বৈঠকটি জি-20 সদস্য দেশগুলির নেতাদের একত্রিত করবে।
বিদেশ মন্ত্রকের তরফে একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদি 10 সেপ্টেম্বর জি-20 শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানের সময় জানিয়েছিলেন, "ভারত জি-20 প্রেসিডেন্সির সমাপ্তির আগে জি-20 নেতাদের নিয়ে ভার্চুয়ালি একটি শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে ।" তবে জি-20 নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি । ভার্চুয়ালি জি-20 নেতাদের শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মোদি। অফিসিয়াল বিবৃতিতে বিদেশ মন্ত্রক আরও যোগ করেছে, আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান, পাশাপাশি ন'টি অতিথি দেশ এবং 11টি আন্তর্জাতিক সংস্থার প্রধান-সহ সমস্ত জি-20 সদস্যদের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, "এটি দিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলনে নেতাদের ঘোষণা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে ।"
জানা গিয়েছে, এই ভার্চুয়াল সামিটে মূল বিষয়গুলিকে সম্বোধন করার পাশাপাশি, দিল্লির শীর্ষ সম্মেলনের ফলাফল এবং কাজের পয়েন্টগুলি নির্বাচন করা হবে । এরপর ঘটে যাওয়া একাধিক উন্নয়নমূলকগুলি পর্যালোচনাও করা হবে এই সামিটে ৷ এরই সঙ্গে, 17 নভেম্বর অনুষ্ঠিত গ্লোবাল সাউথ সামিটের দ্বিতীয় আলোচনার বিষয় বস্তুও এই সামিটে আলোচনা হবে।