পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ "মন কি বাত"-এ গুরুত্ব পাবে আত্মনির্ভর ভারতের বার্তা - নিউজঅনএয়ার মোবাইল অ্যাপ

আজ চলতি মাসের শেষ রবিবার ৷ সকাল 11টায় প্রধানমন্ত্রী "মন কি বাত"-এ দেশবাসীকে জানাবেন নিজের চিন্তাভাবনার কথা ৷ এটা 77তম অনুষ্ঠান ৷

আজ সকাল 11টায় "মন কি বাত"
আজ সকাল 11টায় "মন কি বাত"

By

Published : May 30, 2021, 9:28 AM IST

নিউ দিল্লি, 30 মে : আজ সকাল 11টায় "মন কি বাত" শোনাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

77তম এই অনুষ্ঠানে আত্মনির্ভর ভারত নিয়ে দেশবাসীকে তাঁর চিন্তাভাবনা জানাবেন ৷

আরও পড়ুন : অ্যাম্বুলেন্স সংক্রান্ত খবর প্রকাশের জের, ইটিভি ভারতের প্রতিনিধির বিরুদ্ধে থানায় বিজেপি নেতা

কোভিড-19 সংকটের মধ্যেও সারা দেশে রেডিয়োতেও এই অনুষ্ঠান শোনা যাবে ৷ অল ইন্ডিয়া রেডিয়ো, দূরদর্শন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ৷ এছাড়া এআইআর নিউজের ওয়েবাসইটে www.newsonair.com, নিউজঅনএয়ার মোবাইল অ্যাপেও দেখা যাবে প্রধানমন্ত্রীর মনের কথা ৷

প্রতি মাসেই প্রধানমন্ত্রী তাঁর "মন কি বাত" অনুষ্ঠানে জনগণকে কিছু না কিছু বার্তা দিয়ে থাকেন প্রতি মাসের শেষ রবিবার ৷

ABOUT THE AUTHOR

...view details