নয়াদিল্লি, 7 মার্চ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনেস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Suggests Direct talks between Putin and Zelenskyy) ৷ সোমবার রুশ প্রেসিডেন্টকে সরাসরি এই প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ৷
এদিন দুপুরে পুতিনের সঙ্গে কথা বলেন মোদি (PM Narendra Modi Speaks with Russian President Vladimir Putin) ৷ প্রায় 50 মিনিট দু’জনের মধ্যে কথা হয় ৷ তখনই তিনি পুতিনকে এই প্রস্তাব দিয়েছেন ৷ এদিন প্রধানমন্ত্রীর দফতরের তরফে দেওয়া এক বিবৃতিতে এই বিষয়টি জানানো হয়েছে ৷
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত 12 দিন ধরে যুদ্ধ চলছে (Russia-Ukraine War) ৷ যুদ্ধ শুরুর পর পুতিনের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী ৷ তার পর সোমবার আবার এই দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হল ৷ এদিন তাঁদের মধ্যে যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয় বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷ সেখানে আরও জানানো হয়েছে যে, রাশিয়া ও ইউক্রেনের আধিকারিকদের মধ্যে হওয়া শান্তি আলোচনার বিষয়েও পুতিন মোদিকে জানিয়েছেন (Peace Talks between Russia and Ukraine) ৷