পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi: অ্যাম্বুলেন্সকে জায়গা দিতে কনভয় দাঁড় করালেন মোদি - নরেন্দ্র মোদি

সামনে চলে এসেছিল অ্যাম্বুলেন্স ৷ ঠিক সেই সময়েই গান্ধিনগরের ওই রাস্তায় ছিল প্রধানমন্ত্রীর (Narendra Modi) কনভয় ৷ তা দেখতে পেয়েই কনভয় দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্সটিকে জায়গা ছেড়ে দেন নরেন্দ্র মোদি (PM Modi stops his convoy) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 30, 2022, 3:16 PM IST

Updated : Sep 30, 2022, 4:14 PM IST

গান্ধিনগর, 30 সেপ্টেম্বর:সামনে চলে এসেছিল অ্যাম্বুলেন্স ৷ ঠিক সেই সময়েই গান্ধিনগরের ওই রাস্তায় ছিল প্রধানমন্ত্রীর (Narendra Modi) কনভয় ৷ তা দেখতে পেয়েই কনভয় দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্সটিকে জায়গা ছেড়ে দেন নরেন্দ্র মোদি (PM Modi stops his convoy) ৷

আমেদাবাদ থেকে গান্ধিনগর যাচ্ছিলেন প্রধানমন্ত্রী ৷ গুজরাত বিজেপির শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, দু'টি এসইউভি অ্যাম্বুলেন্সকে জায়গা দিতে আমেদাবাদ-গান্ধিনগর জাতীয় সড়কে দাঁড়িয়ে গিয়েছে ৷ আদপে ওই গাড়ি দু'টি প্রধানমন্ত্রীর কনভয়ের অংশ ৷

আমেদাবাদের দূরদর্শন কেন্দ্রের কাছে জনসভা শেষ করার পর গান্ধিনগরে রাজভবনে যাওয়ার সময় ঘটনাটি ঘটে । গুজরাত বিজেপি এক বিবৃতিতে জানিয়েছে, "আমেদাবাদ থেকে গান্ধিনগর যাওয়ার পথে, প্রধানমন্ত্রী মোদীর কনভয় একটি অ্যাম্বুলেন্সকে পথ দিতে থামে ।"

কনভয় দাঁড় করালেন মোদি

আরও পড়ুন: মহান নেতা আবে, বন্ধুকে শেষশ্রদ্ধা জানিয়ে আবেগী মোদি

এদিন গুজরাত সফরের দ্বিতীয় দিনে, মোদি গান্ধিনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী ৷ শুক্রবার সকাল 10টা 30 মিনিটে গুজরাতের (Gujarat) গান্ধিনগর ক্যাপিট্যাল রেলস্টেশন থেকে ছাড়ে এই রুটের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ৷

আরও পড়ুন: গান্ধিনগর-মুম্বই রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করে ট্রেনে সওয়ার মোদি

জানা গিয়েছে, এই ট্রেনের সফর গুণমানে বিমান সফরের সমতুল্য হবে ৷ সেইসঙ্গে, ট্রেনে সফররত যাত্রী সেরা মানের পরিষেবা এবং নিরাপত্তাও পাবেন ৷ যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতেই অত্যাধুনিক এই দূরপাল্লার ট্রেনে কবচ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ৷ এটি আদতে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি 'ট্রেন কলিশন অ্যাভয়ড্য়ান্স সিস্টেম' ৷ এটি এমন একটি ব্যবস্থাপনা, যা ট্রেনকে যেকোনও সংঘর্ষ থেকে রক্ষা করবে ৷ ফলে ট্রেনের ভিতরে থাকা যাত্রী ও কর্মীরা নিরাপদ থাকবেন ৷

এদিন সন্ধেয় একটি জনসমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷ তারপরেই অম্বাজি মন্দিরে আরতি করতে বানাসকাঁথায় যাওয়ার কথা রয়েছে দেশের প্রশাসনিক প্রধান ।

Last Updated : Sep 30, 2022, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details