নয়াদিল্লি, 4 জুন : করোনা আক্রান্ত মিলখা সিংয়ের (Milkha Singh) স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গতকাল শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় চণ্ডীগড়ের একটি কোভিড হাসপাতালে ভর্তি করা হয় দেশের কিংবদন্তি অ্যাথলিটকে ৷ বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ৷ আজ সকালে ফোনে মিলখা সিংয়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷
জানা গিয়েছে, দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় ৷ ফোনে মিলখা সিংয়ের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিয়েছেন মোদি ৷ অসুস্থ বর্ষীয়ান অ্যাথলিটকে ভরসা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ প্রধানমন্ত্রীর আশা খুব শীঘ্রই এই কঠিন সময়টা পার করে ফেলবেন তিনি ৷ হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে এসে টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণ করা প্রতিযোগীদের অনুপ্রেরণা জোগাবেন ৷ টোকিয়ো অলিম্পিকসের দামামা বেজে গিয়েছে ৷ দেশের অ্যাথলিটরা অলিম্পিকসের জন্য জোরদার প্রস্তুতিতে নেমেছেন ৷ 1960 গ্রীষ্মকালীন অলিম্পিকসে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল মিলখা সিংয়ের ৷ দ্যুতি চাঁদ, হিমা দাসদের ব্যাটন তুলে দিয়েছেন মিলখা ৷ দেখা যাক, মিলখার অসমাপ্ত কাজ তাঁর উত্তরসূরীরা পূরণ করতে পারেন কি না ৷