পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Milkha Singh : মিলখার সঙ্গে ফোনে কথা মোদির

প্রধানমন্ত্রীর আশা খুব শীঘ্রই এই কঠিন সময়টা পার করে ফেলবেন তিনি ৷ ফিরে এসে টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণ করা প্রতিযোগীদের অনুপ্রেরণা জোগাবেন ৷

PM Modi speaks to Milkha Singh, enquires about his health
PM Modi speaks to Milkha Singh, enquires about his health

By

Published : Jun 4, 2021, 1:55 PM IST

নয়াদিল্লি, 4 জুন : করোনা আক্রান্ত মিলখা সিংয়ের (Milkha Singh) স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গতকাল শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় চণ্ডীগড়ের একটি কোভিড হাসপাতালে ভর্তি করা হয় দেশের কিংবদন্তি অ্যাথলিটকে ৷ বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ৷ আজ সকালে ফোনে মিলখা সিংয়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷

জানা গিয়েছে, দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় ৷ ফোনে মিলখা সিংয়ের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিয়েছেন মোদি ৷ অসুস্থ বর্ষীয়ান অ্যাথলিটকে ভরসা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ প্রধানমন্ত্রীর আশা খুব শীঘ্রই এই কঠিন সময়টা পার করে ফেলবেন তিনি ৷ হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে এসে টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণ করা প্রতিযোগীদের অনুপ্রেরণা জোগাবেন ৷ টোকিয়ো অলিম্পিকসের দামামা বেজে গিয়েছে ৷ দেশের অ্যাথলিটরা অলিম্পিকসের জন্য জোরদার প্রস্তুতিতে নেমেছেন ৷ 1960 গ্রীষ্মকালীন অলিম্পিকসে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল মিলখা সিংয়ের ৷ দ্যুতি চাঁদ, হিমা দাসদের ব্যাটন তুলে দিয়েছেন মিলখা ৷ দেখা যাক, মিলখার অসমাপ্ত কাজ তাঁর উত্তরসূরীরা পূরণ করতে পারেন কি না ৷

আরও পড়ুন : কমল শরীরে অক্সিজেনের মাত্রা, আইসিইউতে ভর্তি মিলখা

দেশের এই অন্যতম সেরা স্প্রিন্টারের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা ৷ হাসপাতাল থেকে মিলখা বাড়ি ফেরায় অনুরাগীরা অনেকটাই আশ্বস্ত হয়েছিলেন ৷ কিন্তু ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা ৷ এদিকে বাবার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে তড়িঘড়ি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরে এসেছেন জীব মিলখা সিং ৷ তিনি বলেছেন, "বাবা মানসিকভাবে ভীষণ শক্ত এবং ইতিবাচক মানুষ ৷ আমার আশা উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ৷"

ABOUT THE AUTHOR

...view details