ভোপাল, 14 সেপ্টেম্বর: সনাতন ধর্মকে মশা, ডেঙ্গি, ম্যালেরিয়া এবং করোনার সঙ্গে তুলনা করেছিলেন ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন ৷ ডিএমকে বিরোধী জোট ইন্ডিয়ারও অংশীদার ৷ তারপরেই সনাতন ধর্ম নিয়ে বিরোধী নেতাদের মন্তব্যের বিরোধিতা করতে মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সুপ্রিমোর নির্দেশ পেয়েই মাঠে নেমে পড়েছিলেন রাজনাথ সিং, গজেন্দ্র সিং, প্রহ্লাদ জোশীরা ৷ বিরোধীদের একহাত নিয়েছিলেন পদ্মশিবিরের সেকেন্ড ইন-কম্যান্ড অমিত শাহও ৷ এবার ময়দানে নামলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
মধ্যপ্রদেশে এক জনসভা থেকে প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, সনাতন ধর্মকে অপমান করেছে বিরোধী জোট ৷ ‘ঘমন্ডিয়া গটবন্ধন’ অর্থাৎ ‘অহঙ্কারীদের জোট’ শিরোনামে রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়দের ‘ইন্ডিয়া’ জোটকে কাঠগড়ায় তুললেন মোদি ৷ তিনি বলেন, "সনাতন সংস্কৃতি এবং ঐতিহ্য দেশের শক্তি ৷ এই ধর্ম দেবী অহল্যাবাই হোলকারের মতো ব্যক্তিত্বকে অনুপ্রাণিত করেছিল । সনাতন ধর্মের শক্তি ছিল যা ঝাঁসির রানি লক্ষ্মীবাইকে উৎসাহিত করেছিল । স্বামী বিবেকানন্দ এবং লোকমান্য তিলক সনাতন সংস্কৃতির দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন ৷ এই শক্তিই স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছিল ।’’ ফের ‘ভারত মায়ের বুকে’ জন্মানোর কথাও শোনা গিয়েছে মোদির মুখে ৷