চিতোরগড়, 2 অক্টোবর:সামনেই রাজস্থানে বিধানসভা নির্বাচন ৷ তার আগে এই মরু রাজ্যে প্রচারে গিয়ে এখানকার কংগ্রেস শাসিত সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার চিতোরগড়ে এক জনসভায় ভাষণ দেন মোদি ৷ এদিনের ভাষণে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনমনের ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রী তুলে এনেছেন, গত বছর উদয়পুরে নৃশংসভাবে খুন হওয়া দরজি কানাইয়া লালের প্রসঙ্গ ৷ তিনি বলেন, "উদয়পুরের মতো ঘটনা আপনারা কখনও ভাবতে পেরেছিলেন হবে? কাপড় সেলাই করার নাম করে এসে লোকে টেলরের গলা কেটে দিয়ে চলে যাচ্ছে , কোনও ভয় নেই তাদের ৷ পরে তার ভিডিয়োও শেয়ার করা হচ্ছে ৷ আর এখানেও কংগ্রেস আগে তার ভোটের কথা ভাবছে ৷"
প্রধানমন্ত্রী এদিন বলেন এই ধরণের হামলার ঘটনা রাজস্থানে আগে হতো না, কিন্তু কংগ্রেস আমলে এবার তা ঘটল ৷ নরেন্দ্র মোদির কথায়, "যে কংগ্রেস সরকার মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারকে সরিয়ে দেওয়া উচিত ৷" গত বছর 28 জুন কানাইয়া লালকে তাঁর দোকানে ঢুকে গলা কেটে খুন করে দুষ্কৃতীরা, তাঁর বিরুদ্ধে ইসলামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল ৷
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে কটাক্ষ করে নরেন্দ্র মোদি এদিন বলেন, গেহলত ইতিমধ্যেই তাঁর পরাজয় স্বীকার করে নিয়েছেন তাই তিনি বিজেপিকে অনুরোধ করছেন তাদের আমলে চালু হওয়া কোনও প্রকল্প বন্ধ না করতে ৷ পাশাপাশি, প্রধানমন্ত্রী এদিন ইঙ্গিত দিয়েছেন বিজেপির তরফে এবার রাজস্থানে ভোটের আগে মুখ্যমন্ত্রী পদে কোনও মুখকে সামনে আনা হবে না ৷ প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন, দল তার প্রতীক পদ্মকে সামনে রেখে নির্বাচনে লড়বে ৷ এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, বিজেপির রাজ্য সভাপতি সিপি জোশী, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল প্রমুখ ৷ বসুন্ধরা রাজেকে বিজেপি এবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করবে কি না, তা নিয়ে জল্পনা চলছিল ৷ মনে করা হচ্ছে এদিন সেই জল্পনার নিরশন করলেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন:স্বর্ণ মন্দিরে রাহুলের 'সেবা', ব্যক্তিগত সফর বলল কংগ্রেস
রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলত সম্প্রতি বলেছেন, বিজেপির উচিত কথা দেওয়া যে ক্ষমতায় এলে কংগ্রেস সরকারের আনা প্রকল্পগুলি থেকে তারা রাজ্যের মানুষকে বঞ্চিত করবে না ৷ এই প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদি এদিন বলেন, "কংগ্রেস সরকারের শেষের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ এককথায় গেহলত বিজেপিকে আগাম শুভেচ্ছা জানিয়ে, তাদের আনা প্রকল্প বন্ধ না করার অনুরোধ জানিয়েছেন ৷ আমি কথা দিচ্ছি সাধারণের উপকারে আসা কোনও প্রকল্প বিজেপি সরকার বন্ধ করবে না, এটা মোদির গ্যারেন্টি ৷"