উমরাহ (উত্তর প্রদেশ), 14 ডিসেম্বর : আস্থা, আত্মনির্ভর ভারত, বিকাশ ও উত্তরাধিকার (বিরাসত) - এর কথা বলে বারাণসী থেকে বিদায় নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার উত্তর প্রদেশের উমরাহ থেকে এক জনসভা করেন তিনি ৷ সেখান থেকেই তিনি এই কথা বলেন ৷ তিনি জানান, দেশকে উন্নয়নের (বিকাশ) পথ দেখাচ্ছে বারাণসী (PM Modi says Varanasi is giving a new direction to development of India) ৷
গতকাল, সোমবার উত্তর প্রদেশে আসেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi at Varanasi) ৷ তাঁর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে গঙ্গাস্নান করেন ৷ উদ্বোধন করেন কাশী বিশ্বনাথ করিডরের (PM Modi Inaugurate Kashi Viswanath Dham) ৷ তার পর অংশগ্রহণ করেন একাধিক কর্মসূচিতে ৷
মঙ্গলবার তিনি হাজির হন সদগুরু সদাফলদেও বিহঙ্গম যোগ সংস্থানের 98 তম বর্ষপূর্তি অনুষ্ঠানে ৷ সেখানেই তিনি উপস্থিত জনগনের সামনে নিজের বক্তব্য পেশ করেন ৷ বলেন, ‘‘সদগুরু স্বাধীনতা সংগ্রামের সময় স্বদেশীর মন্ত্র দিয়েছিলেন ৷ এখন দেশ আত্মনির্ভর মিশন শুরু করেছে ৷ স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সামগ্রী শক্তিশালী হচ্ছে ৷ স্থানীয় সামগ্রী সারা বিশ্বের জন্য তৈরি হচ্ছে ৷’’