নয়াদিল্লি, 10 মার্চ : উত্তরপ্রদেশের নির্বাচনে বারবার পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) ৷ বৃহস্পতিবার চার রাজ্য়ে জয়ের পর সেই একই ইস্যুতে ফের সরব হলেন মোদি ৷ আর একই সঙ্গে নিশানা করলেন সমাজবাদী পার্টি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে ৷ আত্মবিশ্বাসের সুরে জানালেন যে ভারতের জনতা একদিন পরিবারতন্ত্রের সূর্যাস্ত ঘটাবে (PM Modi Says Indian Voters will Ends Family Politics) ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, এদিন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে (Five States Assembly Poll Results 2022) ৷ চার রাজ্যে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি ৷ তাই নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে বিজয়োৎসব পালন করে ৷ সেখানেই এই কথা বলেন প্রধানমন্ত্রী ৷
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপির মূল প্রতিপক্ষ ছিল সমাজবাদী পার্টি ৷ যার নেতা অখিলেশ যাদব মুলায়ম সিং যাদবের পুত্র ৷ ফলে নির্বাচনী প্রচারে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে অখিলেশকে নিশানা করেছেন মোদি ৷ পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করেছেন ৷ কারণ, এবার উত্তরপ্রদেশে কংগ্রেসের হয়ে সামনে থেকে লড়াই করছিলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷
আরও পড়ুন : উত্তরপ্রদেশের ফলাফল আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করল, আত্মবিশ্বাসী মোদি