নয়াদিল্লি, 26 জুলাই: টানা তৃতীয়বারের জন্য তাঁদের সরকারই আসতে চলেছে কেন্দ্রে ৷ তাঁর নেতৃত্বেই তৃতীয়বার সরকার গঠন হবে কেন্দ্রে ও তাঁর আমলেই ভারত বিশ্বের প্রথম তিন বৃহত্তম অর্থনীতি দেশের মধ্যে চলে আসবে ৷ বুধবার সদর্পে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি বিচার করেই তিনি এই দাবি করছেন ৷ এদিন দিল্লিতে নবরূপে নির্বিত আইইসিসি কমপ্লেক্স (ভারত মণ্ডপমের) উদ্বোধনে যোগ দিয়ে এই দাবি করেছেন প্রাধনমন্ত্রী ৷
এদিন নরেন্দ্র মোদি বলেন, "আমাদের প্রথম সরকারের সময় দেশের অর্থনীতি বিশ্বের মধ্যে 10 নম্বরে ছিল ৷ এখন আমাদের সরকারের দ্বিতীয় দফায় ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ৷ আমার বিশ্বাস আমাদের সরকারের তৃতীয় দফায় বিশ্বের প্রথম তিন বৃহৎ অর্থনীতির মধ্যে অন্যতম হয়ে উঠবে ভারত ৷ মানে বিশ্বের প্রথম তিন বৃহৎ অর্থনীতির মধ্যে চলে আসবে ভারত ৷ এটা মোদির গ্যারান্টি ৷ 2024-এর পর আমাদের তৃতীয় দফায় দেশের বিকাশের গতি আরও দ্রুত হবে ৷"
আরও পড়ুন:প্রয়োজনে নিয়ন্ত্রণ রেখা পেরতে পারে সেনা, কার্গিল যুদ্ধের প্রসঙ্গ টেনে হুঙ্কার রাজনাথের
উল্লেখ্য, 2024 লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারকে হারাতে জোট বেঁধেছে দেশের 26টি বিরোধী রাজনৈতিক দল ৷ জোটের নাম দেওয়া হয়েছে 'ইন্ডিয়া' ৷ বিরোধী জোটের এই নামকরণ নিয়ে মঙ্গলবারই প্রতিপক্ষ শিবিরকে বিঁধেছেন নরেন্দ্র মোদি ৷ ইন্ডিয়ান মুজাহিদিন, পিএফআই এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গেও বিরোধী জোটের তুলনা টানেন তিনি ৷ তারপরেই এদিন তৃতীয়বার সরকার গড়ার কথা জানালেন প্রধানমন্ত্রী ৷ এদিনই বিরোধীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান, কিছু লোক ইচ্ছাকৃতভাবে ভালো কাজে বাধা দেয় ৷ কর্তব্য পথ নামকরণের সময়েও বিরোধিতা করা হয়েছিল ৷
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও জানান, গত পাঁচ বছরে দেশের সাড়ে 13 কোটি মানুষ গরিবি রেখার বাইরে এসেছেন ৷ গত 9 বছরে তাঁর সরকারের নেওয়া সিদ্ধান্ত দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও দাবি করেন মোদি ৷ বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর দিল্লিতে তৈরি হচ্ছে বলেও এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷