পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi on Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে আদতে জয়ী হবে না কোনও পক্ষই, মত মোদির - PM Modi on Russia Ukraine Conflict

ভারত যে বরাবরই সংঘর্ষ বন্ধ করে, আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পক্ষে এদিন তা ফের একবার মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Russia-Ukraine Conflict) ৷

modi in europe
রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বে আদতে জয়ী হবে না কোনও পক্ষই,মত মোদির

By

Published : May 2, 2022, 11:05 PM IST

বার্লিন, 2 মে : ইউরোপ সফরে এসে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Russia-Ukraine Conflict) ৷ সোমবার বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী জানান, ভারত সর্বদা শান্তির পক্ষে ৷ রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের প্রথম দিন থেকে ভারত আবেদন জানিয়েছে সংঘর্ষ থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে ৷

রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এই প্রথম ইউরোপ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তিনি বলেন, "আমরা বিশ্বাস করি এই যুদ্ধের ফলে কোনও পক্ষ জয়ী হবে না, আমরা শুধুমাত্র হারানোর সাক্ষী থাকব ৷ সেকারণেই আমরা শান্তির পক্ষে ৷" এই যুদ্ধের ফলে জ্বালানীর দাম যে বেড়েছে বিদেশের মাটিতে দাঁড়িয়ে এদিন তা মনে করিয়ে দিয়েছেন মোদি ৷ বলেছেন, "ইউক্রেন পরিস্থিতির কারণে জ্বালানীর মূল্য আকাশ ছুঁয়েছে ৷ খাদ্য শস্য ও সারের অভাব দেখা দিয়েছে ৷ যার প্রভাব পড়ছে পৃথিবীর প্রতিটি পরিবারের উপর ৷" বিশ্বের গরিব ও উন্নয়নশীল দেশগুলির উপর এই সংঘাতের প্রভাব পড়বে বলে এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : করোনা টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

এই সংঘাতের ফলে যে মানবিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে ভারত সে সম্পর্কে অবগত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এদিন বক্তব্য রাখতে গিয়ে জানান, রাষ্ট্রসংঘের সনদ উপেক্ষা করে ইউক্রেনের উপর হামলা চালিয়েছে রাশিয়া ৷ পরবর্তী জি-7 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ৷

ABOUT THE AUTHOR

...view details