নয়াদিল্লি, 21 জুন: অতিথি দেব ভব ৷ যার অর্থ অতিথিই ঈশ্বর ৷ ভারতের পর্যটন ক্ষেত্রগুলি এই নীতিতেই পরিচালিত হয় ৷ বুধবার এই কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
প্রধানমন্ত্রী এখন রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ সেখান থেকেই তিনি গোয়ায় জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটন মন্ত্রীদের বৈঠকে ভিডিয়ো বার্তা পাঠান ৷ সেই ভিডিয়ো বার্তাতেই তিনি এই কথা জানিয়েছেন ৷ পাশাপাশি উল্লেখ করেছেন যে ভারতের বৈচিত্র অসাধারণ ৷ প্রত্য়েকের জন্য এই দেশে কিছু না কিছু আছে ৷
গোয়ায় জুনের 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এই বৈঠক হল ৷ জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির টুরিজম ওয়ার্কিং গ্রুপের এটাই শেষ বৈঠক ৷ সেখানে মোদি হিমালয় থেকে ভারতের গভীর অরণ্যের কথা উল্লেখ করেন ৷ ভারতের সমুদ্র সৈকতগুলির সৌন্দর্যের কথাও তিনি তুলে ধরেন ৷ মোদি বলেন, ‘‘এই বৈঠকগুলির জন্য আপনাদের যে বন্ধুরা ভারতে ঘুরে গিয়েছেন, তাঁদের কাছে জানতে চাইলে বুঝতে পারবেন এমন দ্বিতীয় অভিজ্ঞতা তাঁদের আর কোথাও হয়নি ৷’’