নয়াদিল্লি, 31 সেপ্টেম্বর: লোকসভা প্রায় সর্বসম্মতিক্রমে মহিলা সংরক্ষণ বিল পাশ করার একদিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার এটিকে ভারতের সংসদীয় ইতিহাসে একটি "সোনালি মুহূর্ত" হিসাবে বর্ণনা করেছেন ৷ তিনি এর কৃতিত্ব লোকসভায় সব রাজনৈতিক দলের নেতা ও সদস্যদের দিয়েছেন ৷ বৃহস্পতিবার লোকসভার অধিবেশন শুরু হওয়ার পরই প্রধানমন্ত্রী মোদি সংক্ষিপ্ত বিবৃতি দেন ৷ সেখানে তিনি লোকসভার নেতা হিসেবে এই ‘পবিত্র’ কাজের জন্য সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান ।
তাঁর কথায়, বুধবারের সিদ্ধান্ত এবং রাজ্যসভায় হতে যাওয়া সিদ্ধান্ত ‘মাতৃশক্তি’-র মেজাজকে পরিবর্তন করবে ৷ এর ফলে তাঁদের মধ্যে এমন আত্মবিশ্বাস তৈরি করবে, যা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একটি অকল্পনীয় শক্তি হিসাবে আবির্ভূত হবে ।
প্রধানমন্ত্রী বলেন, "এই পবিত্র কাজটি সম্পন্ন করার জন্য, আমি সংসদের নেতা হিসাবে আপনাদের অবদান, সমর্থন এবং অর্থপূর্ণ বিতর্কের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷" তিনি আরও জানান, মূল বিলটি পাশের কৃতিত্ব লোকসভার প্রতিটি সদস্য ও সংসদের ভিতরে ও বাইরে সব রাজনৈতিক দলের নেতাদের ।