পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi on Swami Atmasthananda: "বাংলায় মা কালীর চেতনার দেখা মেলে", স্বামী আত্মস্থানন্দের একশো বছরে মোদি

স্বামী আত্মস্থানন্দকে তিনি কাছ থেকে দেখেছেন, তাঁর কাছে থেকেছেন ৷ তাঁর একশো বছর উপলক্ষ্যে একটি ভিডিয়ো বার্তায় মোদি জানালেন, ভারতের সর্বকালের সন্ন্যাসীরা জানিয়ে গিয়েছেন 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত' ৷ জানালেন মা কালী আসলে চেতনা (Modi on Swami Atmasthananda) ৷

Modi pays tribute to Swami Atmasthananda
স্বামী আত্মস্থানন্দকে মোদির শ্রদ্ধার্ঘ্য

By

Published : Jul 10, 2022, 3:28 PM IST

নয়াদিল্লি, 10 জুলাই: যুগে যুগে ভারতীয় সন্ন্যাসীরা 'এক ভারত, শ্রেষ্ঠ ভারতের' কথাই বলে এসেছেন ৷ আদি শঙ্করাচার্যই হোক বা একশো বছর আগে স্বামী বিবেকানন্দ, সবাই একই কথা বলেছেন ৷ স্বামী আত্মস্থানন্দের শতবর্ষ উদযাপনে একটি ভিডিয়ো কনফারেন্সে এক ভারতের ধারণা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi says everything is pervaded by the consciousness of the mother Kali) ৷

স্বামী আত্মস্থানন্দের সঙ্গে কাটানো সময়ের কথা মনে করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মোদি ৷ তিনি বলেন, "এই অনুষ্ঠানটা নানা অনুভূতি এবং স্মৃতিতে ভরপুর ৷ আমি সবসময় তাঁর আশীর্বাদ পেয়েছি ৷ তাঁর কাছে থাকার সুযোগ পেয়েছি ৷ আমার সৌভাগ্য যে আমি তাঁর সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পেরেছি ৷" এদিন প্রধানমন্ত্রী ফোটোবায়োগ্রাফি এবং তথ্যচিত্র উদ্বোধন করেন ৷ তিনি জানান, 'সন্ন্যাস্থ'-এর চিরাচরিত রীতিকে আধুনিক রূপ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ ৷ স্বামী আত্মস্থানন্দ সেই পথেই ছিলেন ৷ তা তিনি নিজের জীবনে প্রয়োগ করেছেন ৷

আরও পড়ুন: আমি যে ভুল সেটা প্রমাণ করুন, কালী-মন্তব্য নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মহুয়ার

বিপর্যয়ের সময় বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ভারত ছাড়া নেপাল ও বাংলাদেশে ত্রাণসামগ্রী পাঠানো এবং উদ্ধারকার্য চালানো হয়েছে । তা উল্লেখ করেন স্বামী বিবেকানন্দ ভক্ত মোদি ৷ দরিদ্র শ্রেণির মানুষের কল্যাণ এবং রোজগারের জন্য স্বামীজির ভাবনাচিন্তার কথাও বলেন তিনি ৷

শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংস মা কালীর কাছে নিজেকে সমর্পণ করেছিলেন ৷ এ প্রসঙ্গে মোদি বলেন, "এই বিশ্বে যা কিছু পরিবর্তনশীল এবং স্থির, সবকিছুতেই মা কালীর চেতনা রয়েছে ৷ বাংলার কালীপুজোয় এই চেতনার দেখা পাওয়া যায় ৷ স্বামী বিবেকানন্দের মতো যুগপুরুষের মধ্যে এই চৈতন্য এবং শক্তিস্তম্ভকে জাগরিত করেছিলেন শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস ৷"

মোদি বলেন, "স্বামী বিবেকানন্দ মা কালীকে যে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে দেখতেন, তাই তাঁকে ভিতরে ভিতরে শক্তিতে ভরপুর করেছে ৷ বিবেকানন্দ জগন্মাতা কালীর কথা ভাবলে ছোট্ট শিশুর মতো হয়ে যেতেন ৷" আর এই এক সমর্পণ এবং শক্তি সাধনা তিনি দেখেছেন স্বামী আত্মস্থানন্দের মধ্যে ৷

ABOUT THE AUTHOR

...view details