নয়াদিল্লি, 10 জুলাই: যুগে যুগে ভারতীয় সন্ন্যাসীরা 'এক ভারত, শ্রেষ্ঠ ভারতের' কথাই বলে এসেছেন ৷ আদি শঙ্করাচার্যই হোক বা একশো বছর আগে স্বামী বিবেকানন্দ, সবাই একই কথা বলেছেন ৷ স্বামী আত্মস্থানন্দের শতবর্ষ উদযাপনে একটি ভিডিয়ো কনফারেন্সে এক ভারতের ধারণা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi says everything is pervaded by the consciousness of the mother Kali) ৷
স্বামী আত্মস্থানন্দের সঙ্গে কাটানো সময়ের কথা মনে করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মোদি ৷ তিনি বলেন, "এই অনুষ্ঠানটা নানা অনুভূতি এবং স্মৃতিতে ভরপুর ৷ আমি সবসময় তাঁর আশীর্বাদ পেয়েছি ৷ তাঁর কাছে থাকার সুযোগ পেয়েছি ৷ আমার সৌভাগ্য যে আমি তাঁর সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পেরেছি ৷" এদিন প্রধানমন্ত্রী ফোটোবায়োগ্রাফি এবং তথ্যচিত্র উদ্বোধন করেন ৷ তিনি জানান, 'সন্ন্যাস্থ'-এর চিরাচরিত রীতিকে আধুনিক রূপ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ ৷ স্বামী আত্মস্থানন্দ সেই পথেই ছিলেন ৷ তা তিনি নিজের জীবনে প্রয়োগ করেছেন ৷
আরও পড়ুন: আমি যে ভুল সেটা প্রমাণ করুন, কালী-মন্তব্য নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মহুয়ার