নয়াদিল্লি, 12 জানুয়ারি : দেশের যুব সমাজের মধ্যে কিছু করে দেখানোর ইচ্ছা বরাবরই রয়েছে ৷ সেটাই প্রতিটি প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থেকে গিয়েছে ৷ বুধবার এই কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷
প্রতি বছর 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে পালিত হয় জাতীয় যুব দিবস (Nation Youth Day) ৷ এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 25 তম জাতীয় যুব উৎসবেরও সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Inaugurate 25th National Youth Festival) ৷ এই উৎসবের উদ্দেশ্য ভারতীয় যুব সমাজের মানসিকতায় বদল এনে দেশ গঠনে ঐক্যবদ্ধ করা ৷ যাতে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ তৈরি করা যায় ৷ এবার করোনা পরিস্থিতির কারণে ওই উৎসব আজ ও আগামিকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে ৷
তার আগে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি ওই উদ্বোধন করেন তিনি ৷ সেখানেই প্রধানমন্ত্রী এই কথা বলেছেন ৷ দেশের যুব সমাজের উপর আস্থা প্রকাশ করেছেন ৷ জানিয়েছেন, লড়াই করে জয়ের মানসিকতাই নতুন ভারতের মন্ত্র হয়ে উঠেছে (PM Modi says Compete and Conquer is Mantra of New India) ৷