নয়াদিল্লি, 9 জানুয়ারি:দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনায় রবিবার উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi reviews Covid situation) ৷ রাজ্যগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে এরপর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি ৷
এদিকে, কোভিড পরিস্থিতি পর্যালোচনায় আগামিকাল বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya to interact with state health ministers) ৷ বিশেষ সূত্রে এই খবর মিলেছে ৷
প্রতিদিনই করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী (Covid surge in India) গ্রাফ চিন্তায় ফেলেছে প্রশাসনকে ৷ এই অবস্থায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখতে রবিবার শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন মোদি ৷
এদিন বৈঠকে মোদি বলেন-
- রাজ্যগুলির কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসা হবে ৷
- মাস্কের ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা করোনার সংক্রমণ রুখতে জরুরি ৷
- করোনার চিকিৎসার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখতে হবে ৷
- গত সাত দিনে 15-18 বছর বয়সী 31 শতাংশ কিশোর-কিশোরীকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন:Covid Review Meeting : দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আজই পর্যালোচনা বৈঠক মোদির
রবিবারের হিসেব বলছে, দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবারও দেড় লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে ৷ সেইসঙ্গে গোটা দেশে ওমিক্রন আক্রান্তের (Omicron Variant) সংখ্যা বেড়ে হয়েছে 3,623 ৷ গত বছর 29 মে দৈনিক সংক্রমণ ছিল 1,65,553 ৷
আরও পড়ুন :Corona Update in India : লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সংক্রমণের হার ছাড়াল 10 শতাংশ