বেঙ্গালুরু, 26 অগস্ট:শনিবার ইসরো বিজ্ঞানীদের সংবর্ধনা জানাতে বেঙ্গালুরু আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে তাঁকে স্বাগত জানাতে দেখা যায়নি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-সহ কোনও নেতাকে । নিয়ম অনুযায়ী, রাজ্যের প্রথম নাগরিক রাজ্যপাল, মুখ্যমন্ত্রী বা উচ্চপদস্থ কোনও মন্ত্রীকে বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হয় । তবে শনিবার বেঙ্গালুরুর এইচএএল-এ এমন কোনও আয়োজন ছিল না । শুধু সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন । এইচএএল-এ বক্তৃতার সময় এর পিছনের কারণ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী ।
নরেন্দ্র মোদি বলেন, "আমি কর্ণাটকের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে আবেদন করেছি আমাকে স্বাগত জানাতে না আসতে । আমি সকালে আসব বলে তাঁদের আসার ঝামেলা না নিতে বলেছি । আমি বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে পরে চলে যাব । তাই আমি তাঁদের অনুরোধ করেছি আমাকে স্বাগত জানাতে না আসতে । সেই অনুযায়ী, মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী প্রোটোকল মেনে চলেছেন । এর জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ ৷"
এর আগে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরকে রাজ্য সরকারের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানানোর নির্দেশ দিয়েছিলেন । কিন্তু শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, তাঁকে স্বাগত জানাতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর আসার কোনও প্রয়োজন নেই ৷ শুধুমাত্র সরকারি আধিকারিকরাই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পারবেন । তাই মোদিকে স্বাগত জানাতে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও মন্ত্রীরা আসেননি ।