আমেদাবাদ, 28 ডিসেম্বর: স্বাস্থ্যের অবনতি ঘটায় হাসপাতালে ভরতি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনকে (PM Modi Mother Hospitalized) ৷ মায়ের অসুস্থতার খবর পেয়ে আমেদাবাদের এবার ইউএন মেহতা হাসপাতালে পৌঁছলেন প্রধানমন্ত্রী (PM Modi reaches UN Mehta Hospital to see his mother) ।
ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টার-এর তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল । জানা গিয়েছে, হাসপাতালে পৌঁছেছেন গুজরাতের প্রিন্সিপাল সেক্রেটারি কুনিয়িল কৈলাসনাথন। এছাড়াও বিজেপি বিধায়ক দর্শনাবেন ভাঘেলা, বিধায়ক কৌশিক জৈনও হাসপাতালে পৌঁছেছেন ।
আরও পড়ুন: হীরাবেন মোদির দ্রুত আরোগ্য কামনা, কঠিন সময়ে প্রধানমন্ত্রীর পাশে রাহুল
মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি ও তাঁর পরিবার একটি দুর্ঘটনার কবলে পড়েন ৷ যদিও চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁরা সুস্থ রয়েছেন বলে ৷ ঘটনাক্রমে তারপরেই আজ হীরাবেনের শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাঁকে হাসপাতালে ভরতি করতে হয় ৷ প্রধানমন্ত্রী মোদির আসার সম্ভবনা থাকায় এদিন সকাল থেকেই ইউএন মেহতা হাসপাতালেও (UN Hospital) পুলিশি ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদার করা হয়েছিল ।