শান্তিপুর, 14 নভেম্বর : নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার জনপ্রিয় তাঁত শিল্পী বীরেনকুমার বসাক (Biren Kumar Basak) । তাঁর হাতে রয়েছে অসাধারণ শিল্প দক্ষতা । হাতের জাদুতে তিনি অনেক সামান্য শাড়িকেও করে তুলেছেন অসামান্য । শিল্পী হিসাবে এই মহৎ প্রতিভার অধিকারী হওয়ায় এবার রাষ্ট্রপতির হাত থেকে পেয়েছেন পদ্ম সম্মান (Padma Award 2021) । শনিবার টুইটারে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং নিজেও । বাংলার এই শিল্পীর কৃতিত্ব সকলের সামনে তুলে ধরতে এবার বাংলায় তাঁর সম্পর্কে লিখলেন প্রধানমন্ত্রী ।
শনিবার বীরেনের সঙ্গে নিজের ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই ছবিতে দেখা যাচ্ছে, শিল্পীর সঙ্গে তাঁর হাতের নিখুঁত শিল্পকার্যে তৈরি করা শাড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রী । যাতে দেখা যাচ্ছে, ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী ৷ আর তা শুনছেন সর্বধর্মের বহু মানুষ ৷ টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "পশ্চিমবঙ্গের নদিয়ার বীরেনকুমার বসাক বিশিষ্ট তন্তুবায় । তাঁর শাড়িতে তিনি ভারতীয় সংস্কৃতির নানা দিক ও ইতিহাসের নানা অধ্যায় ফুটিয়ে তোলেন । পদ্ম সম্মানে ভূষিতদের সঙ্গে আলাপচারিতার সময় তাঁর থেকে পাওয়া উপহারে আমি আপ্লুত ।"