নয়াদিল্লি, 20 অগস্ট: আজ রাজীব গান্ধির 78তম জন্মদিবস ৷ ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী মাত্র 40 বছর বয়সে দেশেরে প্রধানমন্ত্রী হন ৷ এখনও পর্যন্ত তিনি ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী । সকালেই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi pays tributes to Rajiv Gandhi on 78th birth anniversary) । তিনি লেখেন, "দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই ৷"
বীর ভূমিতে (Veer Bhumi) গিয়ে সকালেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন পুত্র রাহুল গান্ধি, কন্যা প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ও তাঁর স্বামী রবার্ট বঢরা ৷ এছাড়া অন্য কংগ্রেস নেতা, কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন ৷
আজকের দিনে বাবাকে মনে করে আবেগী টুইট করেন রাহুল গান্ধি । সেখানে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, "বাবা, আপনি প্রতি মুহূর্তে আমার পাশে আছেন, হৃদয়ে আছেন । দেশ নিয়ে আপনি যে স্বপ্ন দেখেছিলেন, তা যেন পূরণ করতে পারি । আমি সবসময় সেই চেষ্টা করি ৷"