পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi pays tribute to Tagore: তিনি অনুপ্রেরণা, পথপ্রদর্শক ! রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুকে স্মরণ মোদি-মমতার - রবীন্দ্রজয়ন্তীতে টুইট মোদির

আজও তিনি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা ৷ রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে এ কথা লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi pays tribute to Tagore)৷

PM Modi pays tribute to Rabindranath Tagore on his birth anniversary
আজও তিনি অনুপ্রেরণা, রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুকে স্মরণ মোদির

By

Published : May 9, 2022, 9:32 AM IST

Updated : May 9, 2022, 11:37 AM IST

নয়াদিল্লি, 9 মে: রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi pays tribute to Tagore)৷ ভাবনাচিন্তা ও বিরাট কর্মকাণ্ডের দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন বলে মত নমোর ৷ এই বিশেষ দিনে বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee pays tribute to Rabindranath Tagore)৷

মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাঁকে জানাই আমার বিনীত শ্রদ্ধা ৷ এই মহান কবির শিক্ষা, গান, আবৃত্তি, তাঁর সৃজনশীলতা আমাদের পথপ্রদর্শক হোক ৷ তিনি যেন আমাদের জীবনের ধ্রুবতারা হয়ে থাকেন ৷"

মুখ্যমন্ত্রীর পাশাপাশি রবীন্দ্রজয়ন্তীর সকালে টুইট করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি একটি ভিডিয়ো টুইট করেছেন ৷ সেখানে কবিগুরুকে নিয়ে নানা সময়ে প্রধানমন্ত্রীর বলা নানা কথা শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে ৷ আর ভেসে উঠছে রবীন্দ্রনাথের ছবি ৷

টুইটের ক্যাপশনে প্রধানমন্ত্রী লেখেন, "গুরুদেব ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর উদ্দেশে প্রণাম জানাই ৷ ভাবনাচিন্তা ও কর্মের দ্বারা তিনি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন ৷ আমাদের দেশ, সংস্কৃতি ও নীতিকে নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি ৷ তিনি শিক্ষা, শিক্ষণ ও সামাজিক ক্ষমতায়নের উপর জোর দিয়েছিলেন ৷ ভারতকে তিনি যে ভাবে দেখতে চেয়েছিলেন, সে ভাবে দেশকে গড়ে তোলার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷"

আরও পড়ুন:Visva Bharati Celebrate Rabindra Jayanti : নানান অনুষ্ঠানে বিশ্বভারতীতে রবীন্দ্র জন্মোৎসব উদযাপন

কবিগুরুর জন্ম 1961 সালে ৷ তিনি একাধারে ছিলেন কবি, লেখক, নাট্যকার, ছোট গল্প লেখক, দার্শনিক ৷ স্বাধীনতা আন্দোলনেও তাঁর অবদান অনস্বীকার্য ৷ 1913 সালে কবি পান নোবেল পুরস্কার (PM Modi pays tribute to Rabindranath Tagore on his birth anniversary)৷

এ দিন গোপাল কৃষ্ণ গোখেল ও মহারাণা প্রতাপের জন্মজয়ন্তীতেও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Last Updated : May 9, 2022, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details