নয়াদিল্লি, 14 নভেম্বর : পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দিনে পালন করা হয় শিশু দিবস ৷ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে এদেশে পালিত হয় এই দিনটি ৷ রবিবার তাঁর 132 তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
তিনি টুইটারে লিখেছেন, "পণ্ডিত জওহরলাল নেহরুজিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই ৷" জওহরলাল নেহরুর জন্ম 1889 সালের 14 নভেম্বর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে । দুঁদে এই রাজনীতিবিদ পরিচিত ছিলেন ‘চাচা নেহরু’ নামে ৷ কারণ, শিশুদের প্রতি তাঁর ভালবাসা ৷ ভারতবর্ষে শিশু সুরক্ষা ও শিশু শিক্ষার প্রসারের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য । বলেছিলেন, ‘‘আজকের শিশুরাই আগামীর ভারতবর্ষ গড়বে ৷’’