পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জন্মদিনে সাহিত্য সম্রাটকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর - Bankim Chandra birth anniversary

27 জুন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়ের জন্মদিবস । মহান এই ঔপন্যাসিকের 183তম জন্মদিবসে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ।

Bankim Chandra Chattopadhyay
Bankim Chandra Chattopadhyay

By

Published : Jun 27, 2021, 10:07 PM IST

নয়া দিল্লি , 27 জুন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 183তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী । মনে করিয়ে দিলেন তাঁর মহান কর্মসৃষ্টিকে । টুইটে তিনি লিখেছেন , " ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি ৷ বিপুল সৃষ্টির মধ্যে দিয়ে ভারতীয় মূল্যবোধের মহানুভবতাকে তুলে ধরেছিলেন তিনি ৷ বন্দেমাতরমের রচয়িতা তিনি , এই গান ভারতকে মানবতাবোধে উৎসাহিত করে এবং সহ নাগরিকদের জাগরণে নিজেদের উৎসর্গে উৎসাহ দেয় ৷ "

সাহিত্যের নবজাগরনে সাহিত্য সম্রাটের আবদান স্মরণ করে সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকেও টুইট করা হয় । টুইটে লেখা হয়েছে, "মহান ঔপন্যাসিক এবং কবি, জাতীয় গান বন্দেমাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তাঁর জন্মদিনে শ্রদ্ধার্ঘ ৷ যিনি সাহিত্য সম্রাট নামেও পরিচিত, তিনি 13টি উপন্যাস রচনা করেছেন এবং তাঁর বহু কাজ বাংলার সহিত্যের নবজাগরণ ত্বরান্বিত করেছে ৷ "

মহান ঔপন্যাসিককে এবং জাতীয়তাবাদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু লিখেছেন, "চট্টোপাধ্যায় একজন নির্ভীক মানুষ ছিলেন, যিনি রচনার মাধ্যমে জাতীয়তাবাদ ছড়িয়ে দিয়েছিলেন । তাঁর রচিত বন্দেমাতরম সকল ভারতীয়ের কাছে আত্মিক অনুপ্রেরণা হয়ে থাকবে । "

আরও পড়ুন : 3 দিনের কানপুর সফরে সপরিবারে জন্মভূমি পারাউখ গ্রামে গেলেন রাষ্ট্রপতি

রেলমন্ত্রী পীযূষ গোয়েলও কিংবদন্তি কবিকে স্মরণ করেছেন । তিনি লিখেছেন, " সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানাই ৷ তিনি জাতীয় গান লিখেছেন, বন্দেমাতরম ভারতীয় সাহিত্যের নবজাগরণে অন্যতম মূখ্য ভূমিকা পালন করেছে ৷ জাতীয়তাবাদ ও স্বাধীনতা সংগ্রামীদের জাগরিত করেছে ৷ "

ABOUT THE AUTHOR

...view details