পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi স্বাধীনতার শতবর্ষে উন্নত দেশ হবে ভারত, পাঁচ সংকল্প প্রধানমন্ত্রীর - স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ

সোমবার লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Independence Day Speech of PM Narendra Modi) জানিয়েছেন, স্বাধীনতার 100তম বর্ষপূরণের আগে উন্নত দেশ হিসেবে নিজেকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে হবে ভারতকে ৷ এবার থেকে বড় সংকল্প নিয়ে এগোবে দেশ ৷ 2047 সালের মধ্যে দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণ করতে হবে ৷

PM Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Aug 15, 2022, 3:31 PM IST

Updated : Aug 15, 2022, 4:50 PM IST

নয়াদিল্লি, 15 অগস্ট: স্বাধীনতার 75 তম বর্ষ উদযাপনের মঞ্চ থেকেই শতবর্ষের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সোমবার লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছেন (Independence Day Speech of PM Narendra Modi), স্বাধীনতার 100তম বর্ষপূরণের আগে উন্নত দেশ হিসেবে নিজেকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে হবে ভারতকে ৷ 2047 সালের মধ্যে দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণ করতে হবে ৷

আগামী 25 বছর নিজের লক্ষ্যপূরণে দেশ কোন পথে এগোবে এদিন তারও দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ উল্লেখ করেছেন 'পঞ্চ প্রাণ'-এর কথা ৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, "দেশ স্বাধীনতার অমৃতকালে প্রবেশ করেছে ৷ আগামী 25 বছর আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আমাদের সংকল্প নিতে হবে, 2047 সালের মধ্যে আমরা স্বাধীনতা সংগ্রামীদের স্পপ্ন পূরণ করব ৷ আমরা আগামী 25 বছর বড় সংকল্প নিয়ে এগোবো ৷" নরেন্দ্র মোদির কথায়, "দেশ এখন থেকে বড় সংকল্প নিয়েই এগোবে ৷ দেশের 130 কোটি জনগণ তাঁদের সামর্থে সেই স্বপ্নপূরণ করতে সক্ষম ৷ গত 75 বছরে দেশ কী পেয়েছে, কী পায়নি তা নিয়ে ভেবে থেমে থাকলে আর চলবে না ৷"

আরও পড়ুন : লালকেল্লার ভাষণে নতুন দেশ গড়ার ডাক মোদির

স্বাধীনতার শতবর্ষে উন্নত দেশ হবে ভারত, পাঁচ সংকল্প প্রধানমন্ত্রীর

আগামী 25 বছরের লক্ষ্যপূরণে যে 5 'পঞ্চ প্রাণ'-এর কথা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন সেগুলি হল, বিকশিত ভারত, যেকোনও রকম গোলামি চিন্তাধারা থেকে মুক্তি, দেশের ঐতিহ্যের প্রতি গর্ব ও শ্রদ্ধা, দেশের একতা ও নাগরিক কর্তব্য পালন করা ৷ প্রধানমন্ত্রী এদিন বলেন, "ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে সকলকে এই সংকল্পপূরণে সচেষ্ট হতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ৷" নাগরিক কর্তব্য পালন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দায়িত্বের মধ্যেও পড়ে বলে এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷

Last Updated : Aug 15, 2022, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details