নয়াদিল্লি, 26 নভেম্বর: দেশে বিয়ের লম্বা মরশুম শুরু হওয়ার ঠিক আগে বিদেশের মাটিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং মানে দেশের টাকা বাইরে চলে যাওয়া। তা রুখতে ভারতের মধ্যেই এই ধরনের বিবাহ অনুষ্ঠান উদযাপনের প্রয়োজনীয়তার উপরও জোর দিলেন প্রধানমন্ত্রী।
রবিবার 'মন কি বাত'-এ বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি বিয়ের প্রস্তুতিতে দেশীয় পণ্য কেনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জন্য সকলের কাছে আবেদন করেছেন ৷ কিছু বাণিজ্য সংস্থার মতে, আসন্ন বিয়ের মরশুমে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, বিয়ের কেনাকাটা করার সময় একচেটিয়াভাবে ভারতে তৈরি পণ্যগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিৎ সকলের।
এদিন প্রধানমন্ত্রী বলেন, "বিয়ের প্রসঙ্গ আসলেই একটা জিনিস আমাকে অনেক দিন ধরেই মানসিক পীড়া দিচ্ছে ৷ আমি যদি আমার মনের কষ্টটা আমার পরিবারের সদস্যদের কাছে খুলে না বলি, তাহলে আর কার সঙ্গে বলব ? একটু ভেবে দেখুন, কিছু পরিবার বিদেশে গিয়ে বিয়ে করার জন্য নতুন পরিবেশ তৈরি করছে। এটা কি আদৌ দরকার ?" তিনি জোর দিয়ে বলেন, "ভারতের মাটিতে বিয়ের উৎসব পালন করলে দেশের টাকা দেশেই থাকবে। এই ধরনের বিয়েতে দেশের মানুষও আপনাদের কিছু না কিছু সেবা দেওয়ার সুযোগ পাবে ৷"