নয়াদিল্লি, 23 অক্টোবর : লক্ষ্মীবারে দেশজুড়ে কোভিডের টিকাকরণে মাইলস্টোন ছুঁয়েছে দেশ ৷ দেশে ভ্যাকসিনের মোট 100 কোটি ডোজ দিয়ে নয়া নজির গড়েছে ভারত ৷ পরদিনই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দেশবাসীকে সেই সাফল্যের শরিক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর শনিবার মাইলস্টোন ছোঁয়ার পর দেশজুড়ে টিকাকরণে অগ্রগতি বজায় রাখতে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলোর সঙ্গে বিশেষ বৈঠক সারলেন প্রধানমন্ত্রী ৷
দেশের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোর মধ্য়ে ভারত বায়োটেক, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ড: রেড্ডিস ল্য়াবরেটরিস প্রভৃতি সংস্থাগুলোর উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ বৈঠকে ছিলেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য প্রমুখ ৷