নয়াদিল্লি, 2 মার্চ: দিল্লির হায়দরাবাদ হাউসে (Hyderabad House in Delhi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Meets Giorgia Meloni)। বৃহস্পতিবার মেলোনিকে স্বাগত জানানোর পর এই বৈঠক শুরু করেন তিনি (Modi Meets Italy PM)৷
জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে মোদি: বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi meets Italian counterpart) হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করার আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভিবাদন জানান । রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, শক্তি, স্বাস্থ্য, কনস্যুলার এবং সাংস্কৃতিক ক্ষেত্রগুলি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি ৷
পারস্পরিক মতামত বিনিময় হবে বৈঠকে: দু দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হওয়ার কথা জানিয়ে বাগচী টুইটে আরও জানান, নেতারা বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মতামত বিনিময় করবেন, যাতে তাঁরা পারস্পরিক প্রতিশ্রুতি বৃদ্ধির জন্য বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করতে এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সম্প্রীতিকে আরও গভীর করতে পারেন ।
অষ্টম রাইসিনা ডায়লগের মূল বক্তা মেলোনি: এর আগে, বৃহস্পতিবার সকালে মেলোনি রাজঘাটে মহাত্মা গান্ধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান । রাষ্ট্রপতি ভবনের সামনে ইতালির প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি ৷ এটিই প্রধানমন্ত্রী মেলোনির প্রথম ভারত সফর । অষ্টম রাইসিনা ডায়লগ 2023-এর প্রধান অতিথি ও মূল বক্তা ইতালির প্রধানমন্ত্রী ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্রের মতে, মেলোনির এই সফর ভারত ও ইতালির মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও মজবুত ও গভীর করবে বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন:ডিজিটাল বিপ্লবের সুবিধা সকলের কাছে পৌঁছে দিতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী
2-4 মার্চ বহুপাক্ষিক সম্মেলন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে বার্ষিক বহুপাক্ষিক সম্মেলন রাইসিনা ডায়ালগের উদ্বোধন করবেন ৷ পর্যবেক্ষক গবেষণা ফাউন্ডেশন (ORF)-এর সহযোগিতায় বিদেশমন্ত্রক 2-4 মার্চ এই সম্মেলনের আয়োজন করেছে । ভারত এবং ইতালির মধ্যে রাজনৈতিক সম্পর্ক 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ৷ 2018 সালের মার্চ মাসে এই কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্ণ করেছে দু দেশ ।
দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সরকারি পর্যায়ে নিয়মিত সফর বিনিময় হয়েছে । ইতালির প্রধানমন্ত্রী ক্লুসেপ কন্টে 2018 সালের অক্টোবরে ভারত সফর করেন এবং সন্ত্রাসবাদের অর্থায়ন ও সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে পারস্পরিক চুক্তি ও অন্যান্য চুক্তি স্বাক্ষর করেন দিল্লির সঙ্গে ৷