কলকাতা, 24 অক্টোবর:দেখতে দেখতে এসে গেল বিজয়া দশমী ৷ দেবী দুর্গার এ বার ঘরে ফেরার পালা ৷ তারই প্রস্তুতি চলছে পুজো মণ্ডপগুলিতে ৷ আজই নবরাত্রির অবসান পর্বে দশেরা উৎসব ৷ বিভিন্ন রাজ্যে চলছে রাবণ বধের তোরজোড় ৷ এই বিশেষ দিনে দেশবাসীকে শুভ বিজয়া ও দশেরার শুভেচ্ছা জানালেন রাজনৈতিক নেতা-নেত্রীরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও অন্যান্যরা নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নাগরিকদের ৷
মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "বিজয়া দশমীতে দেশজুড়ে আমার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাই ৷ এই পবিত্র উৎসব নেতিবাচক শক্তির অবসানের পাশাপাশি জীবনে ভালোত্বের আত্মীকরণের বার্তা দেয় ৷ বিজয়া দশমীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি !"
সবাইকে বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ দেবী দুর্গার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "আবার এসো মা...৷"