পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vijayadashami Wishes: 'আবার এসো মা...', বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতা-রাহুলের - নরেন্দ্র মোদির শুভেচ্ছা

Vijayadashami-Dusshera Wishes: বিজয়া দশমী ও দশেরা উপলক্ষে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর পাশাপাশি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি-সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ৷

Vijayadashami-Dusshera Wishes
দেশবাসীকে শুভেচ্ছা

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 12:57 PM IST

কলকাতা, 24 অক্টোবর:দেখতে দেখতে এসে গেল বিজয়া দশমী ৷ দেবী দুর্গার এ বার ঘরে ফেরার পালা ৷ তারই প্রস্তুতি চলছে পুজো মণ্ডপগুলিতে ৷ আজই নবরাত্রির অবসান পর্বে দশেরা উৎসব ৷ বিভিন্ন রাজ্যে চলছে রাবণ বধের তোরজোড় ৷ এই বিশেষ দিনে দেশবাসীকে শুভ বিজয়া ও দশেরার শুভেচ্ছা জানালেন রাজনৈতিক নেতা-নেত্রীরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও অন্যান্যরা নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নাগরিকদের ৷

মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "বিজয়া দশমীতে দেশজুড়ে আমার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাই ৷ এই পবিত্র উৎসব নেতিবাচক শক্তির অবসানের পাশাপাশি জীবনে ভালোত্বের আত্মীকরণের বার্তা দেয় ৷ বিজয়া দশমীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি !"

সবাইকে বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ দেবী দুর্গার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "আবার এসো মা...৷"

দেশবাসীকে বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানিয়ে হিন্দিতে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি লিখেছেন, "সকল দেশবাসীকে 'বিজয়াদশমী'র শুভেচ্ছা । অধর্মের অন্ধকার যতই ঘন হোক না কেন, সত্যের উপর ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন । পাপের উপর পুণ্যের বিজয়ের প্রতীক, 'বিজয়াদশমী' এমন একটি উৎসব যা আমাদের সর্বদা জ্ঞান ও সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে এবং শেখায় । ভগবান শ্রী রাম সকলের মঙ্গল করুন । জয় শ্রী রাম !"

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা । মা দুর্গা সকলের মঙ্গল করুন । জয় মা দুর্গা ৷"

বিজয়া দশমীতে মিথ্যা ও অহং ধ্বংসের কামনা করে বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি লেখেন, "মন্দের উপর ভালোর বিজয়ের মহান উৎসব বিজয়া দশমীর শুভেচ্ছা সবাইকে । মিথ্যা ও অহংকার ধ্বংস হোক, সত্য ও মানবতা সবার জীবনে থাকুক । শুভ দশেরা ।"

আরও পড়ুন:শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় বাংলাদেশ অভিমুখী, ভারী বৃষ্টিতে পণ্ড হতে পারে দশমী

ABOUT THE AUTHOR

...view details