নয়াদিল্লি, 30 এপ্রিল : সাধারণ মানুষের স্বার্থে আদালতের কাজের ক্ষেত্রে স্থানীয় ভাষার ব্যবহারের উপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi made a strong pitch for use of local languages in courts) ৷ শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ এই সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের উচিত স্থানীয় ভাষার ব্যবহারের উপর জোর দেওয়া ৷ এর ফলে দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে এবং তাঁরা আরও বেশি করে এই ব্যবস্থার সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন ৷"
সময়ের সঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে পড়া আইনগুলি বাতিল করার কথাও এদিন শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে ৷ এই কাজে তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এগিয়ে আসার অনুরোধ করেছেন ৷ এই পুরনো আইনগুলি বাতিল হলে বিচার প্রক্রিয়া আরও দ্রুত হবে বলে মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ এদিন তিনি বলেন, "বর্তমান সময়ে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এরকম 1800টি আইনকে 2015 সালে আমরা চিহ্নিত করেছিলাম ৷ এর মধ্যে 1 হাজার 450টি আইন কেন্দ্র ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে ৷ কিন্তু রাজ্যগুলি মাত্র 75টি আইন বাতিল করেছে ৷ " মানুষকে আরও সুবিধা পৌঁছে দিতে আইনসভার সংস্কারের প্রয়োজনীয়তার কথাও এদিন বলেছেন প্রধানমন্ত্রী ৷